শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করল কুষ্টিয়া বন্ধুসভা

কুষ্টিয়ায় শীতের উপহার নিয়ে বাড়ি যাচ্ছেন শীতার্ত মানুষেরাছবি: বন্ধুসভা

প্রথম আলো ট্রাস্টের অর্থায়নে শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করেছে কুষ্টিয়া বন্ধুসভা। ১৩ জানুয়ারি সকালে কুমারখালি উপজেলার পান্টি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

শীতবস্ত্র উপহার পেয়ে কৃষ্ণপুর গ্রামের ৭৭ বছর বয়সী আনোয়ারা বেগম বলেন, ‘নিজির মতো নিজি খাই, নিজির মতো নিজি থাকি। ১০ জন দেয় সপ্তা (সবকিছু)। গিরামের লোক ফিতরা দেয়।’

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুষ্টিয়ায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, কুষ্টিয়া বন্ধুসভার উপদেষ্টা ইমাম মেহেদী, কৃষ্ণপুর গ্রামের পল্লিচিকিৎসক তায়জাল হোসেন, কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি অনিক মামুন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহসভাপতি ইসরাত আরা ঊষা, যুগ্ম সাধারণ সম্পাদক বর্ষন বিশালসহ অন্যান্য বন্ধুরা।

সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা