জামালপুর বন্ধুসভার পাঠচক্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৌকাডুবি’

জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৌকাডুবি’ উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর করে জামালপুর বন্ধুসভা। ২৫ এপ্রিল বিকেলে আশেক মাহমুদ কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়।

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রশিল্পী, দার্শনিক ও সমাজ সংস্কারক। তিনি ৭ মে ১৮৬১ সালে ব্রিটিশ ভারতের কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম অ-ইউরোপীয় নোবেল বিজয়ী।

পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘নৌকাডুবি’ বিশ্বকবি রবীন্দ্রনাথ রচিত একটি সামাজিক উপন্যাস। এটি ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। উপন্যাসটি লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলোকে কেন্দ্র করে।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক চৌধুরী সামিতা বইটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এরপর অন্য বন্ধুরা আলোচনায় অংশ নেয়।

সাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা