ঝিনাইদহ বন্ধুসভার পাঠচক্র ও সাধারণ সভা

বন্ধুদের পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

‘জ্ঞান আহরণ আমরা জীবনের সব পর্যায়ে, সব পরিস্থিতিতে করতে পারি। কিন্তু বই পড়ার মাধ্যমে জ্ঞান আহরণের মতো উৎকৃষ্ট আর একটিও নেই।’ বলছিলেন ঝিনাইদহ বন্ধুসভার উপদেষ্টা আবদুল্লাহ আল মাসুম। তিনি বন্ধুদের উদ্দেশে বই পড়া ও পাঠচক্রের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

২৪ জুন সকাল ১০টায় ঝিনাইদহ প্রতিভাস স্কুলে একটি পাঠচক্র ও সাধারণ সভার আয়োজন করে বন্ধুসভা। পাঠচক্রে নির্ধারিত বই হিসেবে ছিল আহমদ ছফার ‘গাভী বৃত্তান্ত’। বন্ধুরা একে একে বইটি নিয়ে আলোচনা করেন।

সাধারণ সভা
ছবি: বন্ধুসভা

এর আগে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে আসন্ন বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আবু রেজা ইমরান, সাধারণ সম্পাদক আবদুল ওহাবসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা