ডেঙ্গু প্রতিরোধে প্রচারপত্র ও রোগীদের মশারি বিতরণ

হাসপাতালে রোগীদের মশারি বিতরণ করা হয়
ছবি: বন্ধুসভা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছে মাদারীপুর বন্ধুসভা। কাজের অংশ হিসেবে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি অসচ্ছল ১৫ রোগীর মধ্যে মশারি বিতরণ ও সাধারণ রোগীদের মধ্যে তিন শতাধিক সচেতনামূলক প্রচারপত্র দেওয়া হয়েছে।

৩ নভেম্বর মাদারীপুর শহরের শকুনি লেক ও সদর হাসপাতাল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজের’ অংশ হিসেবে এ উদ্যোগ নেয় তারা।

মাদারীপুর বন্ধুসভার বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা

মাদারীপুর বন্ধুসভার সভাপতি অখিল সরকার বলেন, অসচেতনতার অভাবে ডেঙ্গু রোগী বাড়ছে। এ রোগ প্রতিরোধ করতে হলে সবার আগে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

তিন শতাধিক সচেতনামূলক প্রচারপত্র দেওয়া হয়েছে
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর বন্ধুসভার উপদেষ্টা সোহেল খান, জহিরুল ইসলাম, ডা. ইকরাম হোসেন, প্রথম আলোর প্রতিনিধি অজয় কুণ্ডু, সহসভাপতি আঞ্জুমান জুলিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত আকন, সাংগঠনিক সম্পাদক সৈকত হোসাইন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক সোহাগ সরদার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক পূজা সরকার, বইমেলা সম্পাদক বিধান মজুমদার, জেন্ডার–সমতাবিষয়ক সম্পাদক লিজা আক্তার, কার্যনির্বাহী সদস্য সোনিয়া আক্তার, আন্না আক্তার, আনন্দিনী ঘোষ প্রমুখ।

সাবেক সভাপতি, মাদারীপুর বন্ধুসভা