শিশুদের নতুন জামা উপহার দিল সৈয়দপুর বন্ধুসভা

সৈয়দপুর বন্ধুসভার উপহার দেওয়া নতুন জামা পেয়ে শিশুদের উচ্ছ্বাসছবি: বন্ধুসভা

ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি। সবচেয়ে বেশি আনন্দ করে শিশুরা। ঈদের নামাজ শেষে নতুন জামা পরে ঘুরে বেড়ানো, পরিচিত সবার কাছ থেকে সালামি নেওয়াতেই যেন সব আনন্দ। কিন্তু ঈদের মতো বড় উৎসব সবার জন্য আনন্দময় হয় না। চারপাশে অনেক অসচ্ছল পরিবার আছে, যেখানে মা–বাবার সামর্থ্য থাকে না সন্তানদের জন্য নতুন জামা কিনে দেওয়ার।

প্রতিবছরের মতো এবারও শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে নীলফামারীর সৈয়দপুর বন্ধুসভা। এর অংশ হিসেবে ৪৫ শিশুকে নতুন রঙিন জামা উপহার দিয়েছেন বন্ধুরা। ২৪ মার্চ সকালে সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পেরে উচ্ছ্বসিত বন্ধুসভার বন্ধুরাও
ছবি: বন্ধুসভা

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন। আরও ছিলেন প্রথম আলো সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, সৈয়দপুর বন্ধুসভার উপদেষ্টা হাফিজা খাতুন, আহমেদা ইয়াসমিন ও হোসনে আরা লিপি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর বন্ধুসভার সভাপতি বিলকিস আক্তার, সহসভাপতি ডালিম রায়, সাধারণ সম্পাদক মমতাজ পারভীন, সাংগঠনিক সম্পাদক সাধনা রায়, অর্থ সম্পাদক রেজা আহমেদ, দপ্তর সম্পাদক রাইম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক তাপস রায়, প্রশিক্ষণ সম্পাদক সাধন চন্দ্র দাস, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক স্রোতস্বিনী রায়, কার্যনির্বাহী সদস্য শ্রাবণী রায়, বন্ধু শ্রাবণী চৌধুরী, জেসমিন আরা, রাজু ইসলাম, ইমরান নিজাম, মারিয়া রিদা, মোহাম্মদ আলী, রিয়াজুল ইসলাম, গুঞ্জন অধিকারী প্রমুখ। আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন আহসান হাবিব।