জাতীয় গ্রন্থাগার দিবসে নৌভ্রমণ ও বই নিয়ে আলোচনা

কীর্তনখোলা নদীতে বরিশাল বন্ধুসভার নৌভ্রমণ ও বই নিয়ে আলোচনাছবি: বন্ধুসভা

৫ ফেব্রুয়ারি ছিল জাতীয় গ্রন্থাগার দিবস। এ উপলক্ষে বই নিয়ে ব্যতিক্রমী এক আলোচনা সভার আয়োজন করে বরিশাল বন্ধুসভা। বিকেলে কীর্তনখোলা নদীতে নৌভ্রমণে বের হন বন্ধুরা। সেখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুল নাচের ইতিকথা’ নিয়ে উন্মুক্ত আলোচনা করেন সবাই।

শুরুতেই বইটির সারসংক্ষেপ তুলে ধরেন সভাপতি নাইম ইসলাম। পরে অন্যরাও আলোচনায় অংশ নেন। একই সঙ্গে বই পড়ার অভ্যাস আরও ছড়িয়ে দিতে সমাজের দুস্থ ছেলেমেয়ের মধ্যে কিছু বই উপহার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, মো. ইমন, সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. সফিউল্লাহ, অর্থ সম্পাদক হাসান উদ্দিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তনুশ্রী দত্ত, সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক নাইমা রহমান, প্রচার সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য মো. জুয়েলসহ অন্য বন্ধুরা।

অর্থ সম্পাদক, বরিশাল বন্ধুসভা