সুস্থ জীবনের জন্য ফলের বিকল্প নেই

নোয়াখালী বন্ধুসভার ফল উৎসব ১৪৩২ছবি: বন্ধুসভা

বৃষ্টিমুখর দিনে নানা পুষ্টিগুণসমৃদ্ধ ফল খাওয়ার মধ্য দিয়ে আনন্দ উৎসব করেছে নোয়াখালী বন্ধুসভা। ‘ফল উৎসব ১৪৩২’ শিরোনামে ২০ জুন বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের হলরুমে এটি অনুষ্ঠিত হয়। পরিচয়পর্বের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।

দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক সাহিদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. শিমুল। ফল খাওয়ার পাশাপাশি অনুষ্ঠানে ছিল বন্ধুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতেই গান পরিবেশন করেন সহসভাপতি জেরিন ফাহমিদা। এরপর বরণ করে নেওয়া হয় নোয়াখালী বন্ধুসভার নবাগত সদস্যদের। একটি কবিতা আবৃত্তি করেন সাংগঠনিক সম্পাদক সানি তামজীদ।

এর মধ্যেই সবার হাতে পৌঁছে যায় নানা ফলে সজ্জিত থালা। আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, জাম, লটকন, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলের সমারোহ। খাওয়ার ফাঁকে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন বন্ধু অগ্নিমিত্র মল্লিক। নৃত্য শেষে শুরু হয় ফল খাওয়া নিয়ে মজার সব স্মৃতিচারণা।

ফল উৎসবে অংশগ্রহণকারী বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বন্ধুদের শুভেচ্ছা ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান। এরপর অনুষ্ঠিত হয় ফল নিয়ে রম্যবিতর্ক। বিতর্কে অংশ নেন সহসভাপতি জেরিন ফাহমিদা, যুগ্ম সাধারণ সম্পাদক তাজকির হোসেন, সাধারণ সম্পাদক মো. শিমুল, সাংগঠনিক  সম্পাদক সানি তামজীদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাহিদা রেশমি। ব্যঙ্গাত্মক ও নানা তথ্যসংবলিত বিতর্ক উপস্থিত সবাই বেশ উপভোগ করেন।

উপদেষ্টা লায়লা পারভিন বলেন, ‘বিতর্কটি বেশ মজার ছিল। তবে সব ফলই আমাদের জন্য সমানভাবে উপকারী। যার যার নিজস্ব পুষ্টিগুণ ও বৈশিষ্ট্যে অনন্য এসব ফল। শারীরিক চাহিদা মিটিয়ে সুস্থ জীবনের জন্য ফলের বিকল্প নেই।’

সাবেক সভাপতি আসিফ আহমেদ বলেন, ‘নোয়াখালী বন্ধুসভার ধারাবাহিক এবং খুবই অনন্য একটি উৎসব হলো ফল উৎসব। সবাইকে এখানে একত্র হতে দেখে ভালো লাগল।’

বরণ করে নেওয়া হয় নোয়াখালী বন্ধুসভার নবাগত সদস্যদের
ছবি: বন্ধুসভা

এরপর পালাক্রমে গান পরিবেশনা, কবিতা আবৃত্তি ও পুঁথি পাঠ করেন সাংস্কৃতিক সম্পাদক অনিক ভৌমিক, দপ্তর সম্পাদক নয়ন চন্দ্র কুরী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাহিদা রেশমি, বন্ধু বিজয় ও শান্ত চন্দ্র দে।

সাবেক সহসভাপতি জাহিদ হাসান বলেন, ‘আয়োজনটি চমৎকার উপভোগ্য ছিল। আর নতুন বন্ধুদের অংশগ্রহণ বাড়তি সংযোজন ছিল, যা অন্য রকম অনুভূতি দেয়।’

অনুষ্ঠানে উপস্থিত হোমিওপ্যাথিক ডা. করবী রানী দাস ও উপদেষ্টা মাহফুজুর রহমান তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। চমৎকার এ আয়োজনের সমন্বয়ক ছিলেন দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক সাহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ধ্রুব ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আরাফাত শিহাব, বন্ধু ইমতিয়াজ দোলন, সাবিহা মাহজাবিন, মাহিনুর আফরোজ, বুশরা করিমসহ অনেকে।

দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা।