‘বিতর্কচর্চার মধ্য দিয়েই যুক্তিনির্ভর আগামী প্রজন্ম গড়ে উঠবে’

টাঙ্গাইল আঞ্চলিক পর্বের বিতর্ক উৎসবে বিজয়ীদের সঙ্গে আমন্ত্রিত অতিথি ও বিচারকেরা
ছবি: বন্ধুসভা

‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগানে ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০২৩-এর টাঙ্গাইল আঞ্চলিক পর্ব। উৎসবে শিক্ষার্থীদের প্রাণোচ্ছ্বল উপস্থিতির পাশাপাশি ছিলেন অভিভাবক, শিক্ষক ও দর্শনার্থীরাও। অংশ নিয়েছে জেলার ১৩টি বিদ্যালয়ের বিতার্কিকেরা।

এদিন সকালে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিতর্ক উৎসব শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর। উদ্বোধন ঘোষণা করেন সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ শহীদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘বিতর্কচর্চার মধ্য দিয়েই যুক্তিনির্ভর আগামী প্রজন্ম গড়ে উঠবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে মাদকের কুফল সম্পর্কে চিকিৎসক কল্যাণময় দাস বলেন, ‘মাদক সুস্থ জীবন কেড়ে নেয়। মাদকের কারণে অনেক মেধাবী মানুষ ধ্বংস হয়ে যায়।’ আরও বক্তব্য দেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক রাশেদুল আলম, টাঙ্গাইল বন্ধুসভার উপদেষ্টা আইনজীবী জিনিয়া বখ্স, বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন মুহাম্মদ উমর ফারুক। সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক রেনু আক্তার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ শেরশাহ।

বিতর্ক প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

বিতর্ক উৎসবে বিচারক হিসেবে ছিলেন সরকারি সা’দত কলেজের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সরকারি এম এম আলী কলেজের সহযোগী অধ্যাপক সোলায়মান হোসেন, সরকারি কুমুদিনী কলেজের প্রভাষক রেখা আক্তার, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নিপুন হোসেন, মাওলানা ভাসানী আদর্শ কলেজের প্রভাষক মিলন মাহমুদ, গোহালিয়াবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ফিরোজ আদনান, টাঙ্গাইল জেলা ডিবেটিং সোসাইটির সমন্বয়ক রাসেল আদনান ও নাবিলা হোসেন, সরকারি সা’দত কলেজ ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি জারিন তাসনিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার শাকিল।

সনাতনী বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও রানার্সআপ সৃষ্টি একাডেমিক স্কুল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে ফাবিহা জাবিন খান। বরোয়ারি বিতর্কে বিজয়ী হয়েছে ভারতেশ্বরী হোমসের মায়িশা বিনতে জাহাঙ্গীর। বিতর্ক কুইজের নিম্ন মাধ্যমিক ক্যাটাগরিতে বিজয়ীরা হলো পুলিশ লাইন আদর্শ উচ্চবিদ্যালয়ের ফাহাদ আহমেদ শাফি, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রিয়ন্তী বসাক ও সৃষ্টি একাডেমিক স্কুলের মারিয়া হোসেন মিথিলা। মাধ্যমিক ক্যাটাগরিতে বিজয়ীরা হলো বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামিউল হাসান, টাঙ্গাইল কালেক্টরেট উচ্চবিদ্যালয়ের রাজশ্রী রাজবংশী ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শুভদ্বীপ মজুমদার।

সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল বন্ধুসভা