যাত্রা শুরু করল সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
যাত্রা শুরু করেছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এ উপলক্ষে ২৮ মে দুপুরে রাজধানীর গ্রিন রোডে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঠচক্রের আসর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রথম আলো বন্ধুসভার গঠনতন্ত্র পাঠ ও ব্যাখ্যার মাধ্যমে পাঠচক্রের আসর হয়।
পাঠচক্রে আহ্বায়ক শাহরিয়া আহমেদ, যুগ্ম আহ্বায়ক মারজিয়া অনন্যা ও জুবায়ের তূর্য, সদস্যসচিব মোহাম্মদ ইশতিয়াক, সদস্য মোছা. নুজহাত, ফাতেমা খাতুন, রবিউল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঠচক্র শেষে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক বুলবুল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন কমিটির সদস্যরা। এ সময় অধ্যাপক বুলবুল আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্ধুরা।
অধ্যাপক বুলবুল আহমেদ বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার মতো সংগঠন শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, পাঠাভ্যাস ও নেতৃত্বগুণ তৈরি করতে সহায়তা করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ডের পাশে থাকবে। সভা শেষে সহ-উপাচার্য নবগঠিত কমিটির সদস্যদের হাতে একটি বই উপহার দেন।
বন্ধুরা জানান, পাঠচক্র ও মতবিনিময়ের মাধ্যমে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভার যাত্রা শুরু হলেও ঈদের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলা শুরু হবে। বইপড়া, সমাজসেবা ও মানবিক উদ্যোগের মধ্য দিয়ে সমাজে তাঁরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদী।
আহ্বায়ক, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বন্ধুসভা