সুনামগঞ্জের হাওর এলাকায় এবার শীত যেন অন্য বছরের চেয়ে একটু বেশি। দিনের বেশির ভাগ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে আকাশ। কনকনে শীতে কাবু হাওর-জনপদের মানুষ। এ অবস্থায় সুনামগঞ্জে পত্রিকা বিক্রয়কর্মীদের শীতবস্ত্র হিসেবে নতুন কম্বল উপহার দিয়েছেন বন্ধুসভার বন্ধুরা।
২৪ জানুয়ারি সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২০ জন পত্রিকা বিক্রয়কর্মী নতুন কম্বল পেয়েছেন। এ সময় সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি শফিকুল ইসলাম, সহসভাপতি সৌরভ সরকার, বন্ধু আনিসুজ্জামান রাহুল, মার্জিয়া খানম, দীপ্ত তালুকদার এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আইনজীবী খলিল রহমান উপস্থিত ছিলেন।
সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘আমরা প্রতিবছরই শীতার্তের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। শীতবস্ত্র বিতরণ করি। যাঁরা পত্রিকা বিক্রয় করেন, তাঁরা খুব সকালে ঘর থেকে বের হন। সারা দিনই ঘরের বাইরে থাকতে হয়। এবার তাঁদের কম্বল উপহার দিয়ে আমরা শুরু করলাম। আরও কিছু মানুষজনকে একইভাবে শীতবস্ত্র উপহার দেওয়া হবে।’
শীতবস্ত্র পেয়ে খুশি পত্রিকা বিক্রয়কর্মী এনাম মিয়া (৫০)। তিনি বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা নানাভাবে আমাদের সহযোগিতা করে ও পাশে থাকে। নতুন কম্বল পেয়ে আমরা খুশি। বন্ধুসভার ভালো কাজের ধারা অব্যাহত থাকুক।’
সহসভাপতি, সুনামগঞ্জ বন্ধুসভা