বন্ধুসভার বৃক্ষরোপণে যুক্ত হলো ব্র্যাক মাইক্রোফাইন্যান্স
পরিবেশ রক্ষায় প্রতিবছরের মতো এবারও দেশব্যাপী বৃক্ষরোপণ করছে প্রথম আলো বন্ধুসভা। ‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে জুন মাস থেকে এই কর্মসূচি শুরু হয়। এরই মধ্যে নিজেদের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে স্থানীয় বন্ধুসভাগুলো। এই কার্যক্রমে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। রোপণের জন্য তারা সারা দেশের বন্ধুসভাগুলোকে বিভিন্ন গাছের ৬০ হাজার চারা দিয়েছে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্মরণে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে বৃক্ষরোপণ করছে বিভিন্ন বন্ধুসভা। ঠাকুরগাঁও বন্ধুসভা ১০ আগস্ট প্রথম ধাপে দুই শতাধিক গাছের চারা রোপণ করে। ঠাকুরগাঁও জিলা স্কুল বড়মাঠের পাশের ফাঁকা জায়গায় এগুলো রোপণ করেন বন্ধুসভার বন্ধুরা। এ বিষয়ে ঠাকুরগাঁও বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা এবার প্রত্যেক শহীদ ভাইয়ের স্মরণে অন্তত তিনটি করে গাছ রোপণের উদ্যোগ নিয়েছি। শিগগিরই আরও দুই হাজার গাছের চারা রোপণ করা হবে।’
রোপণ করা প্রতিটি চারায় খুঁটি দেওয়া এবং ৬৯০ ফুটের পুরো জায়গা বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়। বন্ধুদের কাজ দেখে সাধারণ পথচারীরা উৎসাহিত হয়ে এগিয়ে আসেন এবং কাজে অংশ নেন। পুরো জায়গা বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিতে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় মসজিদের মুসল্লিরা।
কয়েক বছর ধরে জেলা সরকারি শিশু পরিবারে বৃক্ষ রোপণ করে আসছে জামালপুর বন্ধুসভা। এবারও সেখানে গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানটিকে ‘বন্ধুবাগান’ নাম দেওয়া হয়েছে। বাগানটিতে রয়েছে কাঁঠাল, মেহগনি, জলপাই, তেঁতুল, আম, লেবু, কৃষ্ণচূড়া, সেগুন, বকুল, পেয়ারা, হরীতকী, বহেড়া, নিম, অর্জুন, বাসকসহ বিভিন্ন ধরনের বনজ, ফলদ ও ঔষধি গাছ। রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে শিশু পরিবারের শিক্ষার্থীদের। পরিচর্যা বাবদ যত অর্থ ব্যয় হবে, তা জামালপুর বন্ধুসভা বহন করবে।
তিন ধাপে অন্তত এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। বন্ধুরা নিজ নিজ এলাকার রাস্তার পাশে, বাড়ির আঙিনায়, বাড়ির ছাদে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ ছাড়া প্রতিবেশীদের গাছের চারা উপহার দেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যেও চারা বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন বলেন, ‘পরিবেশ রক্ষা আমাদের দেশপ্রেমের অংশ। প্রতিবছরই বৃক্ষরোপণে বন্ধুসভার সদস্যদের অংশ নেওয়া জরুরি।’
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রায়গঞ্জ বন্ধুসভার উদ্যোগে ক্ষুদ্র জাতিসত্তার মাহাতোদের কুড়মালি পাঠশালায় দেড় শতাধিক ঔষধি, ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। রোপণের পাশাপাশি পাঠশালার অর্ধশতাধিক শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি চারা তুলে দেন বন্ধুরা। এ ছাড়া যশোর, নওগাঁ, গাজীপুর, কুমিল্লা, ফেনী, রাঙ্গুনিয়া, ঝালকাঠিসহ বিভিন্ন বন্ধুসভা এ কর্মসূচি বাস্তবায়ন করেছে। অন্য বন্ধুসভাগুলোও শিগগিরই বৃক্ষরোপণ করবে।