ডিআইইউ বন্ধুসভার পাঠচক্রে ‘যদ্যপি আমার গুরু’

ডিআইইউ বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

বিশিষ্ট সাহিত্যিক আহমেদ ছফার কালজয়ী গ্রন্থ ‘যদ্যপি আমার গুরু’ নিয়ে পাঠচক্র করে ডিআইইউ বন্ধুসভা। ১৭ জানুয়ারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

বইটি আহমেদ ছফার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা একটি আত্মজৈবনিক গ্রন্থ। যেখানে লেখক তাঁর গুরু অধ্যাপক আব্দুর রাজ্জাককে ঘিরে ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের সূক্ষ্ম বিশ্লেষণ তুলে ধরেছেন। আলোচনায় অংশগ্রহণকারীরা বইটির সাহিত্যিক মান, লেখকের চিন্তাধারা এবং তৎকালীন সমাজের প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় করেন।

সাধারণ সম্পাদক আদিল সরকার গ্রন্থটির গুরুত্ব ও পাঠের অভিজ্ঞতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বইটি নতুন প্রজন্মকে নিজের সংস্কৃতি ও চিন্তার গভীরে পৌঁছানোর উৎসাহ দেয়।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল মুনয়িম সরকার, খালিদ হাসান, সহসভাপতি তাহেরা তনিমা, সাংগঠনিক সম্পাদক মেহনুর রহমানসহ অন্য বন্ধুরা।

যুগ্ম সাধারণ সম্পাদক, ডিআইইউ বন্ধুসভা