‘রক্তের যে আলাদা গ্রুপ থাকে, আমি জানতাম না। এখন আমি আমার রক্তের গ্রুপ “এ” পজেটিভ, সেটা জানলাম এবং অন্যকে বলতে পারব। ডাক্তার আপারা কীভাবে সুস্থ থাকা যায়, সেই সম্পর্কেও ধারণা দিয়েছেন। এই প্রথম এভাবে আমাদের সেবা দিল কেউ। ভাইয়া ও আপুদের অনেক ধন্যবাদ।’ নিজের রক্তের গ্রুপ জানতে পেরে কথাগুলো বলে আট বছর বয়সী এতিম শিশু রাহাত হাসান।
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজের’ অংশ হিসেবে জামালপুর বন্ধুসভার উদ্যোগে শতাধিক এতিম শিশুর মধ্যে প্রাথমিক চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতাবিষয়ক সভা করা হয়েছে। ২ নভেম্বর জামালপুর শহরের শিশু পরিবারে ‘প্রজন্মের সুরক্ষায়’ শিরোনামে এ কর্মসূচি করেন বন্ধুরা।
মোহাম্মদ সাজেদুল নামের এক শিশু রক্তের গ্রুপ নির্ণয় করতে ভয় পাচ্ছিল। তাকে বন্ধুসভার সবাই সাহস দেন। সে বলে, ‘প্রথম দিকে খুব ভয় লাগছিল। পরে ভাইয়ারা সাহস দিল। কয়েক মিনিটের মধ্যে রক্তের গ্রুপ জানতে পারলাম। এভাবে আর কেউ কখনো আদর করে চিকিৎসাসেবা দেয়নি।’
শিশুদের মধ্যে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা, স্বাস্থ্যসম্মত জীবনযাপনের সম্পর্কে ধারণা, দেহের বিভিন্ন অঙ্গের বিশেষ যত্নের বিষয়ে পরামর্শ, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধবিষয়ক স্বাস্থ্যবার্তা প্রদান করা হয়। এসব সেবা দিয়েছেন জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ইরতিজা হক, মাহিয়াত তাসনিম, নোশিন তারান্নুম, জেসমিন সুলতানা ও মাহমুদুল হাসান।
পাশাপাশি শিশুদের জন্য ছিল রক্তের গ্রুপ নির্ণয় করার ব্যবস্থা। এ ছাড়া প্রতিটি শিশুর বয়স অনুপাতে ওজন ও উচ্চতা ঠিক আছে কি না, তা–ও দেখা হয়। এ সময় বন্ধুদের সঙ্গে ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। পরে শিশুদের মধ্যে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়। এর মধ্যে ছিল স্যাভলন, তুলা, ওয়ান টাইম ব্যান্ডেজ, গজ, ব্যাকট্রোসিন মলম, বার্না ক্রিম, পোভিসেপ, সিজার ও হেক্সিসল।
সেশন চলাকালে শিশুরা যেন বিরক্ত বোধ না করে, এ জন্য বন্ধুরা কিছু সময় শিশুদের নিয়ে ক্রিকেট খেলে ও তাদের গান গেয়ে শোনান। শিশুদের মধ্যে থেকেও কয়েকজন গান গেয়ে শোনায়।
জামালপুর বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হাসান বলেন, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। এতিমখানা থেকে বের হয়ে অনেকেই বড় বড় জায়গায় অবস্থান করছে। সবার আগে মানুষ হতে হবে। সঠিকভাবে বেড়ে ওঠার জন্য সবার চিকিৎসাসেবা নিশ্চিত করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুসভার এ আয়োজন প্রশংসার দাবিদার।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি ও জামালপুর বন্ধুসভার উপদেষ্টা আবদুল আজিজ, সভাপতি মোহাইমিনুল ইসলাম, সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেকান্দর আলম, সাংগঠনিক সম্পাদক নিজামুল করিম, উপসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, অর্থ সম্পাদক মুক্তা খাতুন, প্রচার সম্পাদক অন্তরা চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা, প্রশিক্ষণ সম্পাদক ইসমাইল হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আশা সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল হোসেন, কার্যকরী সদস্য জাকারিয়া জাকি, হিজবুল্লাহসহ অন্য বন্ধুরা।
সাবেক সভাপতি, জামালপুর বন্ধুসভা