শরীয়তপুর বইমেলায় জনপ্রিয়তার শীর্ষে বন্ধুসভার স্টল

শরীয়তপুর বইমেলায় বন্ধুসভার স্টলে বন্ধুরাছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে বইমেলার আয়োজন করে শরীয়তপুর জেলা প্রশাসন। জেলা শিল্পকলা একাডেমি মাঠে গত ২৪ থেকে ২৯ ফেব্রুয়ারি এ মেলায় প্রথমা প্রকাশনের স্টল দিয়ে অংশগ্রহণ করে শরীয়তপুর বন্ধুসভা।

প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলে। প্রতিদিনই বন্ধুসভার স্টলে পাঠকের ভিড় ছিল। ছোট–বড় সবার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের বই, যেমন থ্রিলার, বিজ্ঞান, ইসলামিক, রাজনৈতিক, সামাজিক, ভাষাভিত্তিক, ছোটগল্প ও কবিতার বই দিয়ে স্টল সাজানো হয়।

প্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ বলেন, সৃজনশীল ও রুচিসম্মত বইয়ের জোগান দিয়েছে প্রথম আলো বন্ধুসভার স্টল, যা সম্ভব হয়েছে প্রথমা প্রকাশনের কারণেই।

শরীয়তপুর বন্ধুসভার সভাপতি সেলিম ঢালী বলেন, ‘বই হচ্ছে মনের খোরাক। তাই আমাদের নিয়মিত বই পড়া উচিত।’ তিনি আরও বলেন, বইমেলা থেকে সহজেই বিভিন্ন ক্যাটাগরির বই ক্রয় করা যায়। তাই এই বইমেলার মেয়াদকাল ভবিষ্যতে আরও বৃদ্ধি করা উচিত।

সাধারণ সম্পাদক তামিম হোসেন বলেন, ‘প্রথমা প্রকাশনের সহযোগিতায় আমরা সব ধরনের বই স্টলে রেখেছিলাম। তাই অন্যান্য স্টলের তুলনায় আমাদের বিক্রিও বেশি হয়েছে। এ ছাড়া বন্ধুসভার বন্ধুরা মেলায় স্টল নিয়ে অংশগ্রহণ করে বেশ উপভোগ করেছেন।’

বইমেলায় বই বিক্রয়, স্টল পরিচালনা ও সার্বিকভাবে সহযোগিতা করেছেন বন্ধু আব্দুল মোতালেব, সানজিদা সুইটি, আসিফ ভুইয়া, জর্জ বনিক, সামিয়া আফরিন, সজিব আহমেদ, সজিব জয়, আতিকুর রহমান, আফিয়া জাহিন, খাদিজা আফরোজ, ছাব্বির হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর বন্ধুসভা