সততার সঙ্গে নির্ভরযোগ্য তথ্য প্রচারে দীর্ঘ দুই যুগ ধরে দেশের ৫০ লাখ পাঠকের কাছে পছন্দের সংবাদপত্র প্রথম আলো। ‘সত্যে তথ্যে ২৪’ স্লোগানে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এ উপলক্ষে ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বনমায়া প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বই বিনিময় উৎসব, পাঠক ও লেখক সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের অন্য সংগঠন ও ক্লাবগুলোর সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সবাইকে মিষ্টিমুখ করান বন্ধুরা। একই সঙ্গে শুরু হয় বই বিনিময় উৎসব। উপস্থিত ছিলেন লেখক কিঙ্কর আহসান, কবি সাইদুর রহমান, কবি ও গবেষক ইমরান মাহফুজ প্রমুখ। তাঁরা পাঠকদের নানা প্রশ্নের উত্তর দেওয়াসহ আড্ডায় মেতে ওঠেন।
দুপুরের পর সাংস্কৃতিক পর্ব শুরু হয়। নাচ, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন জান্নাতুল ফেরদৌস মলি, ঈশিতা মণ্ডল, আবদুর রহমান, জান্নাতুল ফেরদৌস জুসি, সামিউল ইসলাম, মাহমুদা আক্তার, সিরাজ উদ দৌলা, খাদিজাতুল কোবরা, রাকিবুল হক, লামিয়া কবির, তানজিলুল প্লানা, আসিয়া খুশবু, তামান্না তাবাসসুম, সাকিবুল ইসলাম, দোলা রহমান, মহিমা কবীর, ফারদিনুর রহিম, মোহাম্মদ কামরুজ্জামান ও হায়দার পূর্বা।
বন্ধু, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা