‘প্লাস্টিক দিন, পরিবেশ বন্ধু গাছ নিন’ স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘প্লাস্টিকের বিনিময়ে গাছ’ কর্মসূচি করেছে সিলেটের এমসি কলেজ বন্ধুসভা। ৫ জুন বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসের কাঠবাদাম চত্ত্বরে কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কমপক্ষে তিনটি প্লাস্টিকের বিনিময়ে একটি গাছ উপহার দেওয়া হয়। গাছ উপহার নিতে প্লাস্টিক নিয়ে এসে ভিড় করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। একে একে প্রায় এক শ গাছ বিতরণ করা হয়। বিনিময়ে যে প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে, সেগুলো পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় প্লাস্টিক রিসাইক্লিং কার্যালয়ে।
এমসি কলেজ বন্ধুসভাকে গাছ দিয়ে সহযোগিতা করেছেন বৃক্ষপ্রেমী বন্ধু শাহ সিকান্দার শাকির, এমসি কলেজ বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক লিমা তালুকদার এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক দেবব্রত সরকার।
গাছ নিতে আসা মো. শাওন বলেন, ‘বাসার অব্যবহৃত প্লাস্টিক দিয়ে ভালো ভালো গাছ নিলাম। এগুলো দিয়ে আঙিনা সাজিয়ে তুলতে পারব।’
বন্ধুসভাকে গাছ উপহার দেওয়া লিমা তালুকদার বলেন, ‘যেখানে সেখানে প্লাস্টিক না ফেলে, যেখানে সেখানে গাছ লাগান। ঘর যেমন আমার, দেশও আমার। তাই ভালো রাখার দায়িত্বও আমার।’
উপদেষ্টা নিকসন দাস বলেন, ‘এমসি কলেজ বন্ধুসভা সব সময় ভালো কাজ করে আসছে। প্লাস্টিকের বিনিময়ে গাছ উপহার দিয়ে নিজেরা উদ্বুদ্ধ হবে, পাশাপাশি অন্যদের বৃক্ষপ্রেমী হতে উদ্বুদ্ধ করবে।’
যাঁরা গাছ দিয়ে সহযোগিতা করেছেন, তাঁদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এবং বিশ্ব পরিবেশ দিবসে সবাইকে পরিবেশ রক্ষার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সভাপতি সুমন মিয়া বলেন, ‘প্লাস্টিক ব্যবহারে সতর্ক হয়ে আমরা যেন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কাজ করি। আগামীতে এমসি কলেজ বন্ধুসভার পরিবেশ নিয়ে আরও ব্যতিক্রমী কাজ করার প্রত্যয় রয়েছে।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা তানভির মাহফুজ, উত্তম দাস, বিপ্রজিত কর, সহসভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান, দপ্তর সম্পাদক রুবেল ফারহিন, প্রচার সম্পাদক আনিসুর রহমান, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক প্রজ্ঞা চৌধুরী, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শারমিন লিপি, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তাপস শীল, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা রশিদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক নাসিমা জাহান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আহমদ হাসান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মমতা আক্তার, বন্ধু কুলসুমা জাহান, তরিকুল ইসলাম, জীবন বিশ্বাস, জুয়েল আহমেদ, সাজিদ হোসেন, নাজমিন স্নেহাসহ অন্যান্য বন্ধুরা।
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, এমসি কলেজ বন্ধুসভা