হুররে আমার নতুন জামা, কী মজা!

নাটোর বন্ধুসভার উপহার দেওয়া নতুন জামা পরে শিশুদের উচ্ছ্বাসছবি: বন্ধুসভা

‘হুররে আমার নতুন জামা, কী মজা!’ বলেই নাচতে শুরু করে ১০ বছর বয়সী বৃষ্টি খাতুন। বন্ধুসভার উপহার পেয়ে এভাবেই নিজের খুশি প্রকাশ করে সে। ৫ এপ্রিল সকালে নাটোর বন্ধুসভার বন্ধুদের নিজস্ব অর্থায়নে ৪০ জন শিশুর মধ্যে ঈদের উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়।

৬ বছর বয়সী রাব্বীল হোসেন নতুন পাঞ্জাবি পেয়ে তার মাকে বলে, ‘এ মা সেই সুন্দর পাঞ্জাবি, আমাক কিরম লাগিচ্চে?’ শিশুটির মা ভেজাকণ্ঠে জবাব দেয়, ‘অনেক সুন্দর লাগতেছে বাজান। যার কেউ নাই তার আল্লাহ আছে।’

এভাবেই শিশুদের মুখে হাসি ফোটান নাটোর বন্ধুসভার বন্ধুরা। সভাপতি মাহবুব আলম বলেন, ‘জীবনে অনেক ভালো কাজের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু এই শিশুদের মুখের হাসিতে যে তৃপ্তি, তা কখনো অন্য কোথাও পাওয়া যায় না। নাটোর বন্ধুসভার প্রত্যেক বন্ধুরা আনন্দিত।’

সাধারণ সম্পাদক সুজন কুমার শীল বলেন, ‘প্রিয়জনকে তো অনেক দামি উপহার দিই। নিজেরাও কারণে-অকারণে অনেক অর্থ খরচ করি। এই শিশুরা আজ যে খুশি হলো, এই খুশি অনেক টাকা দিয়েও কেনা সম্ভব নয়। সত্যি নিজের কাছে অনেক ভালো লাগছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সাবরিনা সুলতানা, শিপন আলী, সাংগঠনিক সম্পাদক মিন্নাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পূজা দাস, অর্থ সম্পাদক সোহাগ হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক স্বপন কুমার, বন্ধু হান্নান মিয়া, পিংকি খাতুন, সুমা রানী, সারোয়ার হোসেন, নেওয়াজ খানসহ আরও অনেকে।

সাধারণ সম্পাদক, নাটোর বন্ধুসভা