শারীরিক প্রতিবন্ধী ববিতা খাতুনকে হুইলচেয়ার উপহার

ববিতা খাতুন ও তার বাবা-মার সঙ্গে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মুরারীপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান কিশোরী ববিতা খাতুন (১৫)। স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থী ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধী। হাঁটতে না পারলেও পড়ালেখা কখনো বন্ধ করার চিন্তা করেনি। প্রতিদিন হামাগুড়ি দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করে।

সম্প্রতি খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, তা নজরে আসে গাজীপুর জেলার ব্যবসায়ী এবং প্রথম আলোর পাঠক ও শুভানুধ্যায়ী সাদ্দাম হোসেনের। এরপরই তিনি গাইবান্ধা বন্ধুসভার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে মেয়েটিকে একটি হুইলচেয়ার উপহার দেওয়ার ইচ্ছার কথা জানান। পরে তিনি একটি হুইলচেয়ার কিনে গাইবান্ধা বন্ধুসভার ঠিকানায় পাঠিয়ে দেন।

৪ ডিসেম্বর, গাইবান্ধা শহর থেকে ১৬ কিলোমিটার দূরে মুরারীপুর গ্রামে গিয়ে ববিতা খাতুনের পরিবারের হাতে গাইবান্ধা বন্ধুসভার বন্ধুদের সহযোগিতায় হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়। প্রতিবন্ধী এই কিশোরীর বাবা শেখ রহিম (৬৫) দিনমজুরের কাজ করেন। মা মমতা বেগম (৫৭) গৃহিণী। তাঁদের তিন মেয়ে ও এক ছেলে। ছেলে রাজমিস্ত্রির কাজ করে।

ববিতার বাবা শেখ রহিম বলেন, ‘মেয়েকে হামাগুড়ি দিয়ে স্কুলে যেতে দেখে আমার খুব কষ্ট হতো। তাঁকে হুইলচেয়ার কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। আপনাদের সহযোগিতা পেয়ে আমার বুকের ওপর থেকে যেন পাথর সরে গেল।’

সাধারণ সম্পাদক, গাইবান্ধা বন্ধুসভা