গোপালগঞ্জে দুটি বন্ধুসভার উদ্যোগে গাছের চারা রোপণ
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে গোপালগঞ্জ বন্ধুসভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। গত ৩০ ও ৩১ আগস্ট জেলার বিভিন্ন অঞ্চলে পাঁচ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় প্রথম দিন গোপালগঞ্জ সদর উপজেলার রেলওয়ে স্টেশনে ১২০টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২০টি; দ্বিতীয় দিন শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০০টি, শহরের লেকের পাড়ে ১০০টিসহ কয়েকটি সড়কে আরও ১৫০টি গাছের চারা রোপণ করা হয়। সেই সঙ্গে কিছু চারা বিতরণ করেন বন্ধুসভার বন্ধুরা।
শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বৃক্ষরোপণের উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক জিবিতেষ বিশ্বাস। এ সময় গোপালগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ডা. আহমেদুল কবীর, প্রদ্যুত রায়, সাকিব হোসেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি নুতন শেখ, বন্ধুসভার সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক ফারদুল্লা লস্করসহ অন্য বন্ধুরা উপস্থিত ছিলেন।
বশেমুরবিপ্রবিতে গাছের চারা রোপণে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রশিদ, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী খান, ইতিহাস বিভাগের প্রভাষক মুজাহিদুল ইসলাম, বশেমুরবিপ্রবি বন্ধুসভার সভাপতি আলাউল হক ও সাধারণ সম্পাদক রাতুল ইসলামসহ বন্ধুসভার বন্ধুরা।