‘এহুন আমি খুবই খুশি’

সিরাজগঞ্জ বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

ঈদের দিনেও যাদের মুখে জোটে না পোলাও-সেমাই, জোটে না নতুন জামা, এমন কিছু কোমলমতি শিশুর সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নিয়েছে সিরাজগঞ্জ বন্ধুসভা। ৭ এপ্রিল বিকেলে সদর উপজেলার খোকসাবাড়ি গুচ্ছগ্রামের ৩৬ শিশুর হাতে নতুন জামা ও তাদের পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়া দুধ, পোলাওয়ের চাল, ছোলার ডাল, সয়াবিন তেল। পাশাপাশি শিশুদের মা–বাবার জন্য শাড়ি ও লুঙ্গি উপহার দেন বন্ধুরা। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’–এর উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপদেষ্টা ও বন্ধুদের নিজস্ব অর্থায়নে এটি বাস্তবায়ন করা হয়।

নতুন জামা ও ঈদের খাদ্যসামগ্রী পেয়ে শিশু নুরে জান্নাত জানায়, ঈদে বাবার কাছে নতুন জামার আবদার করেছিল সে। টাকা নেই বলে জামা কিনে দিতে পারবেন না বলে জানিয়ে দেন বাবা। যে কারণে তার মনটা খারাপ হয়ে যায়। এখন নতুন জামা পেয়ে খুশি লাগছে। সে বলে, ‘এহুন আমি খুবই খুশি। ঈদের দিন লাচ্ছা সেমাই খাইতে পারমু, নতুন জামাও হইল।’

উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আরিফুল গণি, সভাপতি প্রদীপ সাহা, সাধারণ সম্পাদক আল মুনছুর রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক সাথী খাতুন, সাংগঠনিক সম্পাদক নাঈম সেখ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুনায়েদ বাবু, কার্যনির্বাহী সদস্য রাসেদুল হাসান, বন্ধু রাসেল আহমেদসহ আরও অনেকে।

সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা