আবৃত্তি উৎসবে বিশেষ সম্মাননা পেল জবি বন্ধুসভা

বছরব্যাপী নানা সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য জবি বন্ধুসভাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদানছবি: বন্ধুসভা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের পঞ্চম আবৃত্তি উৎসবে সাংস্কৃতিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছে জবি বন্ধুসভা। ৭ ফেব্রুয়ারি এই উৎসব অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকা হালিম, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদাসহ বরেণ্য ব্যক্তিরা।

উৎসবে বছরব্যাপী নানা সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য জবি বন্ধুসভাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উপদেষ্টা অধ্যাপক কামরুল ইসলাম জুয়েলের হাত থেকে এ স্মারক গ্রহণ করেন বন্ধুসভার সভাপতি ও সাধারণ সম্পাদক।

সভাপতি ফয়সাল আহমেদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা সারা বছর আবৃত্তি, বিতর্ক, সাংস্কৃতিক কার্যক্রম, বিজ্ঞান মেলাসহ নানা সহশিক্ষা কার্যক্রম করে থাকে। ভবিষ্যতে আমরা এই দুই সংগঠন একসঙ্গে কাজ করব ইনশা আল্লাহ।’

সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান লিমন বলেন, ‘দেশকে এবং দেশের সংস্কৃতিকে নিগূঢ়ভাবে জানতে হলে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা সুষ্ঠু সাংস্কৃতিক চর্চায় এবং দেশপ্রেম জাগ্রতকরণে সব সময়ই সচেষ্ট।’

সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা