মাদারীপুরে সবুজের বেষ্টনী গড়ে তুলতে বন্ধুদের উদ্যোগ

বন্ধুদের দেওয়া উপহারের বৃক্ষ হাতে শিশুশিক্ষার্থীর
ছবি: বাঁধন খান

‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে মাদারীপুর বন্ধুসভার উদ্যোগে দিনব্যাপী গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। ২৬ জুলাই দুপুর ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় বন্ধুদের সঙ্গে পুলিশ সুপার মো. মাসুদ আলম তাঁর কার্যালয়ের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান, অতিরিক্ত পুরিশ সুপার (অপরাধ) মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ভাস্কর সাহা, সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম প্রমুখ।

বন্ধুসভার বন্ধুদের সঙ্গে মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম তাঁর কার্যালয়ের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন
ছবি: বাঁধন খান

পরে বেলা তিনটায় সদর উপজেলার ৪ নম্বর হাজির হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চারা গাছ রোপণ করেন বন্ধুরা। এ সময় বিদ্যালয়টির কোমলমতি দেড় শতাধিক শিশুশিক্ষার্থীর হাতে একটি করে চারা উপহার দেওয়া হয়। চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক এ এম রেজাউল করিমও চারা গাছ রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন।

এ এম রেজাউল করিম বলেন, ‘গাছ লাগানো নিঃসন্দেহে মহৎ কাজ। গাছ আমাদের প্রয়োজনীয় অক্সিজেন প্রদান করেন। এ ছাড়া পরিবেশের ওপর বিরূপ প্রভাব রোধ করে, ফলমূল, কাঠ ও ছায়া প্রদানের মাধ্যমে আমাদের সর্বত্র উপকার করে। তাই আমাদের সবার উচিত বেশি বেশি গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করা।’ সেই সঙ্গে বন্ধুসভার এই ভালো কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।

মাদারীপুরে কোমলমতি দেড় শতাধিক শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দেন বন্ধুরা
ছবি: বাঁধন খান

মাদারীপুর বন্ধুসভার সভাপতি অখিল সরকার বলেন, ‘পুরো মাদারীপুর জেলায় সবুজের বেষ্টনী গড়ে তোলার প্রত্যয়ে প্রতিবছর বর্ষার মৌসুমে নিজেদের অর্থায়নে এ কর্মসূচি পালন করেন বন্ধুসভার বন্ধুরা। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বন্ধুরা নার্সারি থেকে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক ফলদ ও ঔষধি গাছের চারা সংগ্রহ করেন। তাঁরা সরকারি কয়েকটি অফিসের বাগানে অর্ধশত চারা রোপণ করেন ও দেড় শ চারা একটি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। আমাদের এ কর্মসূচি বর্ষা মৌসুমজুড়ে চলমান থাকবে।’

বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ
ছবি: বাঁধন খান

এর আগে ২৫ জুলাই জেলার বিভিন্ন নার্সারি ও হর্টিকালচার সেন্টার থেকে দুই শতাধিক ফলদ, বনজ ও ঔষধি চারা গাছ ক্রয় করা হয়।

এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি অজয় কুন্ডু, মাদারীপুর বন্ধুসভার সহসভাপতি সুর্বণা হাই হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসাইন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইমরান খান, বইমেলা সম্পাদক সোনিয়া আক্তার, ম্যাগাজিন সম্পাদক বাঁধন খান, বন্ধু সীমন্ত সরকার, অমল দত্ত, আন্না আক্তার প্রমুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক, মাদারীপুর বন্ধুসভা