পাঠাগার মানুষের ক্লান্ত ও বুভুক্ষু মনকে প্রফুল্ল করতে পারে। পছন্দমতো জিনিসের সন্ধান দিয়ে তাঁর মনের খোরাক জোগাতে সাহায্য করে। দেহের জন্য খাবার গ্রহণের বেলায় একেকজনের রুচিভেদ ও পছন্দ একেক রকম হয়, তেমনি মনের বেলায়ও অনুরূপ।
অপর দিকে জাদুঘর হচ্ছে এমন এক সর্বজনীন প্রতিষ্ঠান, যেখানে মানবসভ্যতা ও সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয় সংরক্ষণ, প্রদর্শন ও গবেষণার জন্য। অর্থাৎ জাদুঘর কেবল বর্তমান প্রজন্মের কাছে নিদর্শনগুলো প্রদর্শন করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও সেগুলো সংরক্ষণ করে রাখে।
৮ জুলাই বিকেলে দিনাজপুর বন্ধুসভার বন্ধুরা দিনাজপুর মিউজিয়াম পরিদর্শন করেছেন। এরপর তাঁরা হেমায়েত আলী লাইব্রেরিতে গিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী বই পড়েন।
পরিদর্শন শেষে মোতাহের হোসেন চৌধুরীর লেখা ‘সংস্কৃতি কথা’ বইটি নিয়ে প্রথম আলোর দিনাজপুর অফিসে পাঠচক্রের আসর অনুষ্ঠিত হয়।
ধর্ম হচ্ছে জীবনের নিয়ন্ত্রণ। কিন্তু সংস্কৃতিমান মানুষেরা সংস্কৃতির মাধ্যমে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করে। জীবনকে আরও সুন্দর ও বিকশিত করার জন্য ধর্ম ও সংস্কৃতির যে সংমিশ্রণ, তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ বইয়ের মাধ্যমে।
সভাপতি শুভ রায় বলেন, ‘আলোর পথে আমাদের নিয়ে আসার নীরব ভূমিকা পালন করছে লাইব্রেরিগুলো। তাই প্রত্যেকের লাইব্রেরিতে গিয়ে পড়ার পাশাপাশি আমাদের নিজেদেরও উচিত একটি করে ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার চেষ্টা করা।’
আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন সিংহ, সহসাংগঠনিক সম্পাদক শবনম মুস্তারিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুম্মা মেসবাহুন, সাংস্কৃতিক সম্পাদক ব্রততী বিশ্বাসসহ অন্য বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা