বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি মাস মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার শুভসূচনা এই মাসেই হয়। তাই ঝালকাঠি বন্ধুসভার এবারের পাঠচক্রের বিষয় নির্ধারণ করা হয় বঙ্গবন্ধুর আত্মজীবনীর ওপর।
১৭ মার্চ বিকেলে ঝালকাঠির পৌর শিশুপার্কে এটি অনুষ্ঠিত হয়। একই দিন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
পাঠচক্র শেষে তিনজনকে সেরা পাঠক হিসেবে নির্বাচন করা হয়। তাঁরা হলেন সুমি আক্তার, চাঁদনী আক্তার ও রোহান বিন নাসির। উপহার হিসেবে তাঁদের একটি করে বই দেওয়া হয়।
পরে অনুষ্ঠিত মাসিক সভায় বিগত দিনের কার্যবিবরণী, আয়-ব্যয় উপস্থাপন এবং এপ্রিল মাসের কার্যপরিকল্পনা, নতুন বন্ধু সংগ্রহ নিয়ে আলোচনা করেন বন্ধুরা।
উপস্থিত ছিলেন সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল হক, রুবেল হাসান, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ইয়াসমিন, প্রচার সম্পাদক হাবিবা খাতুন, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন, ইসরাত জাহান, উজ্জল রহমান, মো. রাসেলসহ অন্য বন্ধুরা।
সভাপতি, ঝালকাঠি বন্ধুসভা