‘মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা’

মহান বিজয় দিবসে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সিলেট বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে সিলেট বন্ধুসভা। এর মধ্য দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানান বন্ধুরা।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে ও বিজয় দিবসের ইতিহাস নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মিহরাব চৌধুরী বলেন, ‘এই বিজয় সহজে আসেনি। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা বিজয় অর্জন করি। এই বিজয়ের পেছনে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য আত্মত্যাগ ও বীরত্ব। তাঁরা দেশমাতৃকার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা।’

মহান বিজয় দিবসে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সিলেট বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অন্তর শ্যাম, ইয়াহিয়া হোসেন, সমীর বৈষ্ণব, দেব দুলাল রায়, তমা সূত্রধর, ফারহানা হক, রেজাউল হক, মাজেদুল ইসলাম, আব্দুল মুহাইমিন, ফয়সাল আহমেদ, মিফতা হাসান, শ্রেয়ান ঘোষ, জয় তালুকদার, সমরজিৎ হালদার, সুবর্ণা, লাবাহ্ সুন্নাহ, সাবাহ্ সুন্নাহ, অনুপমা দাস, রাফি ও অমিত।

সাধারণ সম্পাদক, সিলেট বন্ধুসভা