নোবিপ্রবি বন্ধুসভার একটি ভালো কাজ

দুই কিশোরকে নতুন জামা উপহার দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

১০ বছর বয়সী কিশোর জয়। কাজ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি টং দোকানে। তার মতো একই অবস্থা ১২ বছর বয়সী রিপনের। পারিবারিক দীনতা ও আর্থিক অনটনে পড়েই তারা অল্প বয়সে বেছে নিয়েছে এই পেশা। অর্থাভাবে ভালো জামাকাপড়ও পরা হয় না তাদের।

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর রজতজয়ন্তী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে জয় ও রিপনকে নতুন জামা উপহার দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৬ নভেম্বর তাদের হাতে এগুলো তুলে দেন বন্ধুরা।

নতুন জমা পেয়ে উচ্ছ্বসিত হয়ে তারা বলে, ‘বছরে একবার ঈদ এলে নতুন জামা কিনতে পারি। টাকার অভাবে আর কিনতে পারি না। এখন আপনেরা নতুন জামা দিছেন। এগুলা গায়ে দিতে পারমু।’

এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু রায়হান, সহসভাপতি উর্মি বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে মেহেরুন, অর্থ সম্পাদক নাহিন সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক সৌরভ দে, কার্যনির্বাহী সদস্য জয় কুমার শর্মা, সানজিদ মুনতাসির, বন্ধু নকীবুক হক, তূর্য প্রমুখ।

সভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা