বাউয়েট বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করেছে বাউয়েট বন্ধুসভা। ১৮ সেপ্টেম্বর নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়।
সকাল সাড়ে ১০টায় কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান। এ সময় তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। বিশ্ববিদ্যালয় চত্বর ও আশপাশে এদিন ২০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানো হয়। গাছ দিয়ে সহযোগিতা করে ব্র্যাক মাইক্রোফিন্যান্স।
ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান বলেন, ‘প্রথম আলো প্রতিনিয়ত দেশব্যাপী ভালো কাজ করে যাচ্ছে। আমার জেনে ভালো লাগছে যে তাদের সামাজিক সংগঠন বন্ধুসভা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো কাজে উদ্বুদ্ধ করছে। গাছ মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং এর গুরুত্ব অপরিসীম। যারা গাছকে ভালোবাসে, তাদের মনও সুন্দর হয়। প্রথম আলো বন্ধুসভা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আমাদের মূল্যবান বন্ধু গাছ উপহার দেওয়ার জন্য।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ট্রেজারার, রেজিস্ট্রার, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হামিদুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানেরা। বন্ধুদের মধ্যে ছিলেন সভাপতি নাফিস সাদনান, সাধারণ সম্পাদক সাদমান আহমেদ, বন্ধু উৎসব রায়, সাদ আহমেদ, আরিকুজ্জামান, মৌমি, ফারহান, হৃদিতাসহ অনেকে।
সভাপতি, বাউয়েট বন্ধুসভা