মা দিবসের উদ্দেশ্য প্রতিটি মাকে যথাযথ সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা দেওয়া। যিনি জন্ম দিয়েছেন, লালনপালন করেছেন এমন বিশ্বের সব মাকে উৎসর্গ করা। ১৪ মে মা দিবস উপলক্ষে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা স্থানীয় রাশিদা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মায়েদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় শিক্ষার্থী আরোশি রায়ের মা সুস্মিতা রায় জানান, মা হিসেবে এবারই প্রথম তিনি কোনো শুভেচ্ছা পেলেন। তিনি আরও বলেন, ‘শুভেচ্ছা পেয়ে সত্যি আজ অনেক খুশি আমি।’ সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুহা সুলতানার মা খাজিদা সুলতানা বলেন, ‘আজ আমাদের সব মাকে বিশেষভাবে স্মরণ করায় বন্ধুসভাকে ধন্যবাদ।’
এই কার্যক্রমে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কর্ণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, দপ্তর সম্পাদক নূরজ্জামান, প্রচার সম্পাদক তারিক ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোকারম বিল্লাহ, ম্যাগাজিনবিষয়ক সম্পাদক মাসকুরা আক্তার, বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার, বন্ধু ইফতে জামিল, মিলন মণ্ডল প্রমুখ।