চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের দেশপ্রেম ও আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ
ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম পুরোনো মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে স্থাপনাটি নির্মিত হয়েছিল; যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন হুসেন শাহের শাসনামলে (১৪৯৪ থেকে ১৫১৯ খ্রিষ্টাব্দ) ওয়ালি মোহাম্মদ আলি নামের এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন।
মসজিদের সামনেই রয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল। তিনি মুক্তিবাহিনীর ৭ নম্বর সেক্টরের কর্মকর্তা ছিলেন। মহানন্দা নদীর তীরে শত্রুর প্রতিরক্ষা ভাঙার প্রচেষ্টার সময় তিনি শহীদ হন। তাঁর উদ্যোগে মুক্তিবাহিনী ওই অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক ক্ষতিসাধন করে। যার ফলে মুক্তিবাহিনী প্রতিপক্ষকে পরাস্ত করে এবং অঞ্চলটিকে শত্রুমুক্ত করে।
১০ সেপ্টেম্বর ঐতিহাসিক ছোট সোনা মসজিদ ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। এ সময় ছিলেন সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি মো. আসাদুজ্জামান, বন্ধু ফারহা উলফাত রহমান ও মরিয়ম মুক্তা।
সভাপতি আরাফাত মিলেনিয়াম বলেন, ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আমাদের দেশের গর্ব, আমাদের চাঁপাইনবাবগঞ্জবাসীর গর্ব। আমরা তাঁর দেশপ্রেম ও আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করি। তিনি আমাদের হৃদয়ে ছিলেন এবং সর্বদা থাকবেন।’
সহসভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা