সরিষাবাড়ি বন্ধুসভার পাঠচক্র ও ইফতার

সরিষাবাড়ি বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকের ‘কখনো আমার মাকে’ উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুরের সরিষাবাড়ি বন্ধুসভা। ১৪ মার্চ এটি অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস উপন্যাসটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি উপন্যাসের চরিত্র, কাহিনি বিন্যাস, লেখকের শৈলী ও সামাজিক পটভূমি নিয়ে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আমির ফয়সাল, সাধারণ সম্পাদক মহসিন হোসেন, সহসাংগঠনিক সম্পাদক সাবরিন শিমু, দপ্তর সম্পাদক রিফাত শেখ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সবিজ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক ইয়াসমিন আক্তার, কার্যনির্বাহী সদস্য সাবিত দ্বীনসহ অন্য বন্ধুরা।

সরিষাবাড়ি বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

পাঠচক্র শেষে সহমর্মিতার ঈদ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় বন্ধুরা সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় উঠে আসে কীভাবে ঈদের আনন্দকে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এবং সমাজের সব স্তরের মানুষকে এই উৎসবে সম্পৃক্ত করা যায়।

এরপর বন্ধুসভার সদস্যদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করতে একসঙ্গে ইফতার করেন সবাই। সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন বন্ধুরা।

যুগ্ম সম্পাদক, সরিষাবাড়ি বন্ধুসভা