‘বাংলা ভাষায় কবিতা আবৃত্তি করতে চাইলে প্রথমে বাংলা বর্ণমালা শুদ্ধ স্বরে উচ্চারণ করা শিখতে হবে। জানতে হবে বর্ণগুলোর উৎপত্তিগত ধ্বনি। অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনিগুলো জানতে হবে। ণত্ববিধান, ষত্ববিধান সম্পর্কে পড়তে হবে। উচ্চারণের সমস্যা, সমাধান, নিয়মগুলো চর্চা করতে হবে নিয়মিত। এ জন্য বাংলা একাডেমির সর্বশেষ সংস্করণের উচ্চারণ অভিধান পড়তে হবে।’
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে কবিতা আবৃত্তিবিষয়ক কর্মশালায় এ কথা বলেন বন্ধুসভার উপদেষ্টা, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আবৃত্তিকার আজিজুর রহমান। ২৬ এপ্রিল বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের তৃতীয় তলার প্রমিত কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
আজিজুর রহমান বলেন, ‘উচ্চারণ অভিধান পড়ার পাশাপাশি নিয়মিত জিহ্বার ব্যায়াম করতে হবে। এতে উচ্চারণ সঠিক হবে। এককথায় সঠিক উচ্চারণ না হলে শুদ্ধ আবৃত্তি হবে না। তাই বাংলা ব্যাকরণ ও বাংলা ভাষা সম্পর্কে বেশি বেশি পড়তে হবে। তাহলেই শুদ্ধ আবৃত্তি করতে পারব।’
আগামী দিনেও বন্ধুসভার এই আবৃত্তিবিষয়ক কর্মশালার আরও ক্লাস অনুষ্ঠিত হবে বলে জানান বন্ধুরা। কর্মশালায় উপস্থিত ছিলেন সভাপতি আরাফাত মিলেনিয়াম, সাধারণ সম্পাদক মাশরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, সিফা বিনতে হাবিব, বন্ধু আসেফ উৎস, সাদিয়া কুলসুম, মাহমুদা আক্তারসহ অন্যরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা