পরিবেশের ভারসাম্য রক্ষায় রাঙামাটি বন্ধুসভার বৃক্ষরোপণ

রাঙামাটি বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিছবি: বন্ধুসভা

বৃক্ষরোপণের গুরুত্ব অনেক। বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য বজায় রাখে। গাছ বাতাসে কার্বন ডাই–অক্সাইড কমায়, অক্সিজেন বাড়ায়। এ ছাড়া গাছগাছালি মাটির ক্ষয় রোধ করে, জলবায়ুর উন্নতি ঘটায় ও স্থানীয় জীববৈচিত্র্যকে সহায়তা করে।

প্রতিবছরের মতো এ বছরও রাঙামাটি বন্ধুসভার বন্ধুরা নিজ উদ্যোগে নার্সারি থেকে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা সংগ্রহ করেছেন। কয়েকজন বন্ধু মিলে ১৪ সেপ্টেম্বর আসামবস্তির লেমুছড়িতে লেকের পার্শ্ববর্তী এলাকায় ৩টি নারকেলগাছ, ৫টি কমলাগাছ, ৩টি তেঁতুলগাছ, ৯টি সুপারিগাছ, ৫টি আমগাছ, ৫টি কাঁঠালগাছ, ৫টি আমলকীগাছ, ২টি চালতাগাছ, ৩টি মেহগনিগাছসহ মোট ৪০টি ফলদ ও বনজ গাছ রোপণ করেন।

সভাপতি, রাঙামাটি বন্ধুসভা