সিরাজগঞ্জে বন্ধুদের প্রীতি ক্রিকেট ম্যাচ

খেলায় বিজয়ী দল
ছবি: বন্ধুসভা

সুস্বাস্থ্য ও মানবিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা সম্প্রীতির বন্ধনও বাড়ায়। সেই লক্ষ্যে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা।

২ জুন সকাল সাতটায় জেলার ঐতিহ্যবাহী রহমতগঞ্জ কটন মিল মাঠে লাল ও সবুজ দুটি দলে ভাগ হয়ে খেলায় অংশ নেন বন্ধুরা। বিজয়ী হয়েছে লাল দল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২১৮ রান সংগ্রহ করে লাল দল। জবাব দিতে নেমে ১৮ ওভারে ২০১ রানে অলআউট হয়ে যায় সবুজ দল। ১৭ রানের ব্যবধানে লাল দল বিজয়ী হয়। ৪৪ বল মোকাবিলায় ১০০ রান সংগ্রহ করে ম্যাচসেরা নির্বাচিত হন দলটির রিসাদ আহমেদ।

ম্যাচ শুরুর পূর্বে দুই দলের খেলোয়াড়রা
ছবি: বন্ধুসভা

খেলা শেষে সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আরিফুল গণি, প্রদীপ সাহা, আবদুস সালাম, সভাপতি নাঈম শেখ, সহসভাপতি আবু সালেহ মুসা, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদসহ অন্য বন্ধুরা উপস্থিত ছিলেন।

সভাপতি নাঈম শেখ বলেন, ‘আজকের খেলায় যে বন্ধুরা অনেক ভালো খেলেছেন, তাঁদের নিয়ে আগামী দিনে আমরা একটি শক্তিশালী ক্রিকেট দল গঠন করব। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বন্ধুসভার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেব।’

সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা