‘আমাদের আশপাশে অনেক মানুষ আছেন, যাঁরা নিজেদের স্বাস্থ্য নিয়ে খুব সচেতন। শরীরের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেন। কিন্তু বেশির ভাগ সময় তাঁরা ভুলে যান যে স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মন। এক জরিপে দেখা গেছে, দেশের প্রায় তিন কোটি মানুষ মানসিক সমস্যায় ভুগছেন। এরা শরীরের যত্ন যতটুকু নেয়, মনের যত্ন ততটুকু নেয় না। মনকে শরীরের অন্যান্য অঙ্গের মতো একটি অঙ্গ ভাবে না। তাই আমাদের মনেরও যত্ন নিতে হবে।’ বলছিলেন জামালপুর বন্ধুসভার সভাপতি সিফাত আব্দুল্লাহ।
৭ সেপ্টেম্বর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দীন আহমেদ রচিত ‘কীভাবে নেবেন মনের যত্ন’ বই নিয়ে পাঠচক্র করেছে জামালপুর বন্ধুসভা। এদিন বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়।
শুরুতেই বইমেলা সম্পাদক রুবেল হাসান ঢাকায় আয়োজিত ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালায়’ জামালপুর বন্ধুসভার পক্ষ থেকে তাঁর অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন। পরে বইটির বিভিন্ন অংশ আলোচনা করেন তিনি ও অর্থ সম্পাদক অন্তরা চৌধুরী।
জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী কামরুল ইসলাম খান ‘কীভাবে নেবেন মনের যত্ন’ বইটির কিছু অংশ মেডিকেলের ভাষায় ব্যাখ্যা করেন।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা নাজমুল হাসান, দপ্তর সম্পাদক সানি সিরাজ মিথিলা, সাংস্কৃতিক সম্পাদক সাদিকুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাহমিদ সাইফুল্লাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারিয়াজ ফাহিম, কার্যনির্বাহী সদস্য রাকিবুর রহমানসহ অন্য বন্ধুরা।
বইমেলা সম্পাদক, জামালপুর বন্ধুসভা