জাবিতে ইসি কর্মশালা ও সাংগঠনিক বৈঠক

কর্মশালা ও সাংগঠনিক বৈঠক শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ২০২৪ কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিজেদের দায়িত্ব সম্পর্কে অবগত করার জন্য আয়োজন করা হয়েছে ‘ইসি কর্মশালা ২০২৪’। ২০ মার্চ বিকেলে এটি অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামের সেমিনারকক্ষে।

প্রশিক্ষক হিসেবে ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক। বন্ধুসভার গঠনতন্ত্রের আলোকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্যকে তাঁদের দায়িত্ববোধ এবং কীভাবে আগামী এক বছর নিজেদের দায়িত্ববোধ থেকে নতুন নতুন কাজ করতে পারবে, সেসব বিষয়ে আলোচনা করেন তিনি। একই সঙ্গে ছাত্রজীবনে নিজের সাংগঠনিক স্মৃতি বন্ধুদের সঙ্গে শেয়ার করেন। ফরহাদ হোসেন মল্লিক বলেন, ‘একসময় কষ্ট করে অদূরে গিয়ে ডাকবাক্সে চিঠি দিয়ে সংগঠন করতাম। যুগ বদলেছে, তবে সংগঠনের মাধ্যমে ভালো কাজগুলো চলমান। আসলে সংগঠন একটা দায়িত্ব। যিনি এই দায়িত্ব যেভাবে নেবেন, তাঁর ফলও তিনি সেভাবেই পাবেন।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার তুহিন বলেন, ‘বন্ধুসভার কাজ বরাবরই আমার প্রিয়। তাদের কাজের অংশীদার হওয়া অত্যন্ত আনন্দের বিষয়। সামনের দিনগুলোতেও কোনো সাহায্য লাগলে আমি পাশে আছি।’

কর্মশালা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।

ইফতারের পর সাংগঠনিক আলোচনায় বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা কার্যনির্বাহী কমিটির সদস্যদের তাঁদের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, ‘জাতীয় পরিচালনা পর্ষদ ভালো কাজের ধারা অব্যাহত রাখতে এবং বন্ধুদের অনুপ্রেরণা দিতে এবার প্রতিটি বন্ধুসভায় গিয়ে সাংগঠনিক বৈঠক করছে। যেকোনো প্রয়োজনে আমরা সব সময় পাশে আছি।’

আলোচনা করছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক
ছবি: বন্ধুসভা

জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রেদোয়ান মাহমুদ রেজা বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা প্রতিবছর সেরা কাজের মাধ্যমে আমাদের মুগ্ধ করে। সেরা কাজগুলো যেন অব্যাহত থাকে, তার জন্য কিছু দিকনির্দেশনা দিতে আমরা এসেছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বিগত কমিটির সভাপতি হামিদা জান্নাত ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মুন্না। তাঁরা দুজনই বর্তমানে ঢাকা মহানগর বন্ধুসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। জাবি বন্ধুসভার সভাপতি সুমাইয়া জামান বলেন, ‘আমরা এ বছর আপ্রাণ চেষ্টা করছি, সংখ্যাগত নয়; বরং গুণগত কিছু কাজ করার। যার মাধ্যমে দুজন মানুষ হলেও উপকৃত হবে। সামনে আরও অনেকগুলো ভালো কাজ করার ইচ্ছা আছে। জাতীয় পরিচালনা পর্ষদ যেভাবে পাশে থেকে অনুপ্রেরণা দেয়, তারই প্রতিফলন আজকের এই কর্মশালা এবং ইফতার মাহফিল।’

প্রশিক্ষণ সম্পাদক, জাবি বন্ধুসভা