ডেল কার্নেগি তাঁর আত্মোন্নয়নমূলক প্রশিক্ষণের পদ্ধতি ও বইয়ের পাতায় আজও বিশ্বব্যাপী জনপ্রিয় এক নাম। ‘মন জয় করার আসল উপায়’ তাঁর প্রথম বই। এটি ১৯৩৬ সালে প্রকাশিত হয় এবং বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বইটি আত্মোন্নয়ন, ব্যক্তিগত সম্পর্ক ও প্রভাব সৃষ্টি–সংক্রান্ত লেখালেখির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
ডেল কার্নেগি রচিত ‘মন জয় করার আসল উপায়’ বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। ২১ ডিসেম্বর বিকেলে জেলা সিটি পার্ক প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রের আসর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিক।
পাঠের আসরে আলোচনা করা হয় ব্যক্তিগত ও পেশাগত জীবনে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি, সংহতি স্থাপন ও প্রভাব বিস্তার করার কৌশল নিয়ে। মূলত এটি মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে লেখা গাইড, যা মানুষের আচরণ, অনুভূতি ও মনোভাব বুঝে সম্পর্ক গড়ে তোলার উপায় শেখায়।
বইটি আত্মবিশ্বাস ও সম্পর্কের দক্ষতা বৃদ্ধি করার জন্য সহায়ক। এর মূল লক্ষ্য হলো একজন ব্যক্তির বক্তৃতা, যোগাযোগ ও নেতৃত্বের গুণাবলি উন্নত করা। এতে দেওয়া উপদেশগুলো বেশ সরল ও বাস্তবিক, যা যে কেউই সহজে অনুসরণ করতে পারে। এটি অনুপ্রেরণাদায়ক ও বাস্তবিক ধরনের, যা জীবনযাত্রার প্রায় প্রতিটি ক্ষেত্রে কার্যকরী হতে পারে।
লেখক বইটিতে প্রমাণ করেছেন যে মানুষের মন জয় করার জন্য সৎ, সদয় ও সহানুভূতিশীল হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর কৌশলগুলো সহজ, কিন্তু কার্যকর ও মানবিক সম্পর্ককে গভীর ও শক্তিশালী করে তোলে।
প্রতিবারের মতো এবারও সেরা তিন পাঠক বন্ধুকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাহরিয়া পাপন, সহসভাপতি সাব্বির হোসেন ও বন্ধু শাকিল রনি।
পাঠচক্র শেষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহমুদুর রহমান পারভেজ, সভাপতি মুহিত খান, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, প্রচার সম্পাদক মো. রাফি, বন্ধু উজ্জল রহমান, মিম খানম, সিমান্ত আক্তার, সুমাইয়া আক্তার, দোলন আক্তার, আমিনুল ইসলাম, শাহরিয়া ইসলাম, সোহান খান, সৈয়দ হান্নানসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা