আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে চট্টগ্রামের পটিয়া বন্ধুসভার উদ্যোগে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। ৯ নভেম্বর পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিনটি গ্রুপে এ প্রতিযোগিতায় অংশ নেয় পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ৭২ শিক্ষার্থী।
প্রতিযোগিতা শেষে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। পটিয়া বন্ধুসভার সহসভাপতি ফারুক আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক। তিনি প্রথম আলোর সার্বিক কার্যক্রম ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রথম আলোর যে সাহসী উচ্চারণ ছিল, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের যে ধারাবাহিকতা অব্যাহত রেখেছে, ছাত্রদের পাশে সারা দেশের বন্ধুসভার কর্মীরা যেভাবে তাঁদের সাহসিকতা ও সৃষ্টিশীল কার্যক্রম পরিচালনা করেছেন, তার ভূয়সী প্রশংসা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক রিদোয়ান সিদ্দিকী।
পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আমির হোসেন ও পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা প্রথম আলো ও বন্ধুসভার কার্যক্রমের প্রশংসা করেন। পটিয়া থানার উপপরিদর্শক রতন কান্তি দে বলেন, ‘ছাত্রজীবনে আমিও বন্ধুসভা করেছি। সৃষ্টিশীল চমৎকার কার্যক্রম আমরা বন্ধুসভা থেকেই শিখেছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন করেন পটিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আতাউর রহমান, উপজেলার তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল, দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, হাইদগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শ্যামল কান্তি দে।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বন্ধুসভার বন্ধুরা। নৃত্য পরিবেশন করেন মাহফুজা ইসলাম ও সামিয়া সুলতানা। কবিতা আবৃত্তি করেন আফরিন তাবাসসুম।
শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তিন গ্রুপে নয়জনকে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সবাইকে সনদ প্রদান করা হয়। সমাপনী বক্তব্য দেন পটিয়া বন্ধুসভার সভাপতি মানবেন্দ্র ভট্টাচার্য।
অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রান্ত বড়ুয়া চৌধুরী, বন্ধু জুয়েল চৌধুরী, রানা হামিদ, মোকাররম আলী, শচীন দে, তৌহিদুল ইসলাম, জাহেদুল ইসলাম, মোহাম্মদ রাশেদুল্লাহ, জয় দে, সাইদ হোসেন, মাহবুবা ইসলাম, তানাস চৌধুরী, তানিয়া আকতার, জেবু চৌধুরী, মো. সোলাইমান, সাইফুউদ্দিন রাকিবসহ অনেকে।
সাধারণ সম্পাদক, পটিয়া বন্ধুসভা