‘আসুন, মাদকের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াই’

উপজেলার আটিবাজার এলাকায় কেরানীগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ইউনাইটেড ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশছবি: প্রথম আলো

ঢাকার কেরানীগঞ্জে সামাজিক ব্যাধি মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার আটিবাজার এলাকায় কেরানীগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ইউনাইটেড ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা চিকিৎসক মামুন উর রশিদ বলেন, মাদক শুধু শারীরিক নয়, মানসিক ও সামাজিকভাবেও একজন মানুষকে ধ্বংস করে দেয়। এটি মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয়, চিন্তাশক্তি নষ্ট করে এবং আসক্তির জন্ম দেয়, যা জীবনকে ধীরে ধীরে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়।

মামুন উর রশিদ আরও বলেন, ‘তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। অভিভাবকদের সন্তানের প্রতি নজর দিতে হবে, শিক্ষার্থীদের সচেতন হতে হবে এবং সবাইকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে জানতে হবে। আসুন, মাদকের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াই।’

উপদেষ্টা সালাউদ্দিন সোহেল বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। একজন শিক্ষার্থী যখন মাদকের পথে পা বাড়ায়, তখন সে শুধু নিজের ভবিষ্যতই নষ্ট করে না, বরং পরিবার, সমাজ এবং দেশও ক্ষতির মুখে পড়ে। আমাদের তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণদের খেলাধুলায় মনোযোগী হতে হবে। আমরা বাবারা সারা দিন কর্মব্যস্ততায় থাকি। তাই সন্তানেরা মায়ের সান্নিধ্যে বেশি থাকে। এ ব্যাপারে মায়েদের বেশি সর্তক থাকতে হবে। সন্তান কার সঙ্গে মিশছে, সে ব্যাপারে নজর রাখতে হবে।’

উপজেলার আটিবাজার এলাকায় কেরানীগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ইউনাইটেড ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ
ছবি: প্রথম আলো

সালাউদ্দিন সোহেল আরও বলেন, ‘বর্তমানে আমাদের এলাকার আনাচ-কানাচে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। মাদক সহজলভ্য হওয়ায় কিশোর ও তরুণেরা মাদকে ঝুঁকে পড়ছে। এ ব্যাপারে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে আমরা মাদকমুক্ত ও উন্নত কেরানীগঞ্জ গড়ে তুলতে পারি।’

ইউনাইটেড ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী সচেতনতা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়, বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তর থেকে আমাদের এগিয়ে আসতে হবে। অভিভাবকদের উচিত, সন্তানদের প্রতি আরও মনোযোগী হওয়া, তাদের সময় দেওয়া এবং খেয়াল রাখা, তারা কাদের সঙ্গে মিশছে। পাশাপাশি শিক্ষার্থীদেরও নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন এবং মাদককে ঘৃণা করতে হবে।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি তানিজম আরা নুসরাত, সহসভাপতি নাজিউল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাজ্জাত হাসান, অর্থ সম্পাদক শাহানাজ শানু, বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আবির হোসেন প্রমুখ।