ভোলা বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি

চারা রোপণের পর বন্ধুরা
ছবি: বন্ধুসভা

একদিকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে একের পর এক বন উজাড় হচ্ছে। ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরা, অসময়ে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের জনজীবন বিপর্যস্ত। সেটি থেকে মুক্তির লক্ষ্যে ‘পৃথিবী একটাই, আসুন গাছ লাগাই’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করেছে ভোলা বন্ধুসভা।

৩০ জুলাই শনিবার ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে ফলদ, বনজ ও ঔষধি বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম জাকারিয়া। এবার পাঁচ শতাধিক বৃক্ষের চারা রোপণ করবেন ভোলা বন্ধুসভার বন্ধুরা।

ভোলা বন্ধুসভার বৃক্ষরোপণ
ছবি: বন্ধুসভা

সেখানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ এনায়েত উল্লাহ, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জামাল আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুব আলম, প্রভাষক এমরান হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও ভোলা বন্ধুসভার উপদেষ্টা এরশাদ হোসাইন, মশিউর রহমান, প্রথম আলোর প্রতিনিধি নেয়ামত উল্যাহ, ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু মোশাররফ হোসেন, ভোলা বন্ধুসভার সভাপতি নাজমুছ ছাকিব, সাংগঠনিক সম্পাদক ইসমাইল, পাঠচক্র সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ভোলা বন্ধুসভা