স্বাধীনতা দিবসে পটিয়া বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রামের পটিয়া বন্ধুসভা। ২৬ মার্চ সকালে পটিয়া উপজেলা স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বন্ধুরা। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় তরুণদের উজ্জীবিত করতে বন্ধুসভার এ আয়োজন। স্বাধীনতার সঠিক ইতিহাস জানা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলো পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, পটিয়া বন্ধুসভার সাবেক সভাপতি প্রান্ত বড়ুয়া, সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আইরিন সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক সূফি মোহাম্মদ রেজা, সাংগঠনিক সম্পাদক মোকাররম রিজুয়ান, দপ্তর সম্পাদক জেবু চৌধুরী, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক তানিয়া আকতার, বন্ধু নাসরিন আকতার ও ইসফাত জাহানসহ অনেকে।
সাধারণ সম্পাদক, পটিয়া বন্ধুসভা