প্রথম আলোর বস্তুনিষ্ঠ সংবাদ মানুষকে সাহস জোগায়

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ার প্রীতিসম্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবি: বন্ধুসভা

প্রথম আলো স্বপ্ন দেখায়। প্রথম আলোর অনেক বস্তুনিষ্ঠ সংবাদ সাধারণ মানুষকে সাহস জোগায়। পাঠকদের জন্য সংবাদ পরিবেশনের এই দায়িত্বশীল কাজের পাশাপাশি পত্রিকার যে অনেক দায়িত্ব আছে, তা প্রথম আলো দেখিয়েছে। প্রথম আলো কাজটি করে যাচ্ছে। সমাজকে বার্তা দেওয়াসহ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছে এই দৈনিক। ভাষা প্রতিযোগ এ দেশে প্রথম আলোই প্রথম পরিচয় করিয়েছে।

৬ নভেম্বর বিকেলে প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ার প্রীতিসম্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন আমন্ত্রিত অতিথিরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, কেক কাটাসহ নানা আয়োজন ছিল।

সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন হোসেন ইসলাম
ছবি: বন্ধুসভা

স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক বিভূতিভূষণ দেবনাথ। প্রথম আলোকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘প্রথম আলো আমার শিক্ষক। যখন কোনো শব্দ বুঝতে পারি না, তখনই প্রথম আলোর সহায়তা নিই। পত্রিকাটি সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের জন্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ ও সত্য প্রকাশ করে যাচ্ছে প্রথম আলো। সত্য প্রকাশের ধারাবাহিকতা অব্যাহত রাখবে প্রথম আলো এটাই প্রত্যাশা।’

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ হামজা মাহমুদ বলেন, ‘প্রথম আলো সামাজিক ও মানবিক কাজের ধারাবাহিকতা প্রতিষ্ঠালগ্ন থেকে অব্যাহত রেখেছে। প্রথম আলোর ভিন্নধর্মী এ উদ্যোগ ভালো লাগে।’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক আবদুন নূর বলেন, পাঠকদের জন্য সংবাদ পরিবেশনের এই দায়িত্বশীল কাজের পাশাপাশি পত্রিকার যে অনেক দায়িত্ব আছে, তা প্রথম আলো দেখিয়েছে। প্রথম আলো সে কাজটি করে যাচ্ছে। সমাজকে বার্তা দিয়ে যাচ্ছে। প্রথম আলো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছে। প্রথম আলোর অনেক বস্তুনিষ্ঠ সংবাদ সাধারণ মানুষকে সাহস জোগায়। একই সঙ্গে তারা সৃজনশীল তরুণ সমাজ গড়ে তোলার কাজও করে যাচ্ছে। প্রথম আলো স্বপ্ন দেখায়। তিনি আরও বলেন, প্রথম আলোর সম্পাদককে শুধু মামলা নয়, অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে। কিন্তু তিনি সত্য প্রকাশে দমে যাননি।

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করেন বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা বলেন, ‘প্রথম আলোতে দিকনির্দেশনামূলক শব্দ পাওয়া যায়। তাই পত্রিকাটি নিয়মিত পড়ি। প্রথম আলোর জন্য শুভকামনা রইল।’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস আর এম ওসমান গনি বলেন, পত্রিকার কিছু দায়বদ্ধতা আছে। সমাজে সংস্কার আনার জন্য, সমাজ গড়ার জন্য দেশে এ কাজটি প্রথম আলো প্রথম শুরু করেছিল। কাজটি তারা করে যাচ্ছে। ভাষা প্রতিযোগ এ দেশে প্রথম আলোই প্রথম পরিচয় করিয়েছে। তরুণদের স্বপ্ন দেখানো, দেশপ্রেম জাগ্রত করা ও ব্যক্তিসত্তাকে প্রকাশ করার কাজটি প্রথম আলো করে যাচ্ছে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ ও শাহীন মৃধা। তাঁরা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পথ দেখায় প্রথম আলো। বাংলাদেশে নিরপেক্ষ কোনো পত্রিকা থাকলে, সেটি নিঃসন্দেহে প্রথম আলো।

সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন হোসেন ইসলাম, কবিতা আবৃত্তি করেন ফৌজিয়া হক ও নাজরিন ভূইয়া। বন্ধুসভার সভাপতি তুলি গোস্বামী, সহসভাপতি মাইনুদ্দীন ও ইকবাল হোসেন, বন্ধু আবীর ও শারমিন সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া ও করবি চৌধুরী।

এর আগে সকালে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করেন বন্ধুসভার বন্ধুরা। এ সময় বন্ধুসভার সহসভাপতি মো. মাইনুদ্দীন, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, বন্ধু অনন্যা, নুপুর, তুহিন, রানা রক্ষিত, শোভনসহ অন্যরা অংশ নেন।