‘আর নয় প্লাস্টিক দূষণ, জীবন বাঁচাতে বৃক্ষরোপণ’ প্রতিপাদ্যে গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছে সুনামগঞ্জ বন্ধুসভা। প্রথম ধাপে ২৩ জুলাই জেলার দোয়ারাবাজার উপজেলার বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ ও বরইউরি দারুস সুন্নাত আলিম বহুমুখী মাদ্রাসায় এ কর্মসূচি পালন করা হয়।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় এদিন বন্ধুসভার সদস্য ও ব্র্যাকের প্রতিনিধিরা শিক্ষাপ্রতিষ্ঠান দুটিতে ১ হাজার ২০০টি ফলদ গাছের চারা রোপণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। গাছের মধ্যে ছিল আম, পেয়ারা ও লেবুগাছ।
শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা বলেন, ‘গাছের ছায়া ও মায়ায় সজীব থাকুক পৃথিবী। গাছ আমাদের পরম বন্ধু, আদিপ্রাণ। গাছ রোপণ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গাছগুলো যাতে রক্ষা পায়, নির্বিঘ্নে বেড়ে ওঠে, সেটিরও খেয়াল রাখতে হবে। যত্ন নিতে হবে। পরিবেশ ভালো রাখার জন্যই আমাদের গাছ লাগাতে হবে। যদি এটি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে ভবিষ্যতে এর সুফল পাওয়া যাবে।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল হাসান ভূঁইয়া, বরইউরি দারুস সুন্নাত আলিম বহুমুখী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল আজিজ, সুনামগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, বন্ধুসভার উপদেষ্টা মোহাম্মদ রাজু আহমেদ, সভাপতি শফিকুল ইসলাম, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (ইউপিজি) খায়রুল ইসলাম, ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের ডেপুটি ম্যানেজার এস এম মফিজুর রহমান, ব্র্যাক কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, মোফাজ্জল হোসেন, সুবেন্দ্র কুমার সরকার, আলমগীর হোসাইন প্রমুখ।
সভাপতি, সুনামগঞ্জ বন্ধুসভা