‘প্রতিদিন ছোট ছোট বিষয় শেখার মাধ্যমে জানার জায়গাটা বড় হয়’

ভৈরব বন্ধুসভার স্কুল পর্যায়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার দ্বিতীয় দিনছবি: আনাস খান

আমরা অনেক আয়োজন করি। তবে জ্ঞানভিত্তিক আয়োজনগুলো আমার বরাবরই পছন্দ। যেমন পাঠচক্র, সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতা। সাধারণ জ্ঞান আয়োজনটি অনেক দিন ধরে হয় না। তাই এবার সবার আগ্রহে শুরু করা। আমরা চাই ভৈরবের স্কুলের শিক্ষার্থীরা জ্ঞান চর্চা করুক, চ্যাম্পিয়ন হোক এবং নিজেদের আত্মবিশ্বাস বাড়াক।

ভৈরব বন্ধুসভার স্কুল পর্যায়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার দ্বিতীয় দিন এ কথা বলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা সুমন মোল্লা।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভৈরব উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান। শুরু হয় চলতি মাসের ৩ তারিখ থেকে। প্রতিটি পর্বে দুটি করে দল প্রতিদ্বন্দ্বিতা করে। আয়োজনের দ্বিতীয় দিন মোট চারটি স্কুল অংশগ্রহণ করে দুটি পর্বের মাধ্যমে।

‘ক’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ ও ভৈরব উদয়ন স্কুল। ‘ঘ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয় ও এমবিশন পাবলিক স্কুল। দুটি গ্রুপ থেকে বিজয়ী হয় ভৈরব উদয়ন স্কুল ও বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয়। এই পর্ব সঞ্চালনা করেন অর্থ সম্পাদক নাফিস রহমান, কার্যনির্বাহী সদস্য রিফাত হোসেন ও প্রচার সম্পাদক রাসেল রাজ।

আয়োজন শেষে ভৈরব বন্ধুসভার বন্ধুরা
ছবি: আনাস খান

সভাপতি প্রিয়াংকা বলেন, ‘সাধারণ জ্ঞান প্রতিযোগিতা মানুষের জানার জায়গাকে সমৃদ্ধ করে। প্রতিদিন ছোট ছোট বিষয় শেখার মাধ্যমে জানার জায়গাটা বড় হয়। সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখতে পারে, যা পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার সহায়ক হতে পারে।’

সাধারণ প্রশ্নের পাশাপাশি ছিল ‘ঝটপট পর্ব’ ও ‘ভিজ্যুয়াল পর্ব’, যা আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে। ঝটপট পর্ব সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

আয়োজনটি অনুষ্ঠিত হয় প্রথম আলো ভৈরব অফিসে। লাইভ সম্প্রচার হয় ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজ থেকে। লাইভ সম্প্রচার ও ভিজ্যুয়াল পর্ব পরিচালনা করেন বন্ধু নাহিদ হোসাইন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামির রহমান।

অর্থ সম্পাদক, ভৈরব বন্ধুসভা