নদীর তীরে শান্ত প্রকৃতিতে সাহিত্য আড্ডা

মহানন্দা নদীর তীরের মনোরম পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাহিত্য আড্ডাছবি: বন্ধুসভা

মহানন্দা নদীর তীরে এক মনোরম পরিবেশে সাহিত্য আড্ডায় অংশ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। ১৯ অক্টোবর বিকেলে এটি অনুষ্ঠিত হয়। আড্ডায় বন্ধুরা সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।

নিজ লেখা কবিতার বই থেকে একটি কবিতা আবৃত্তি করেন ম্যাগাজিন সম্পাদক আয়েস উদ্দিন। স্বরচিত কবিতা আবৃত্তি করেন বন্ধু নাজিফা আনজুম এবং গান পরিবেশন করেন বন্ধু ফাবিহা ফারজানা। শিক্ষামূলক গল্প শোনান কার্যনির্বাহী সদস্য সোনিয়া খাতুন।

বন্ধুদের আদর্শবান হয়ে উঠতে দিকনির্দেশনামূলক কথা বলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। তিনি বলেন, বন্ধুদের হয়ে উঠতে হবে মানবিক, আদর্শবান ও দেশপ্রেমিক। সৎ চরিত্র নিয়ে বেড়ে উঠতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।

মহানন্দা নদীর তীরের মনোরম পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাহিত্য আড্ডা
ছবি: বন্ধুসভা

সভাপতি আরাফাত মিলেনিয়াম বলেন, বন্ধুসভার বন্ধুরা সারা দেশে নানা কাজই করে থাকে। শিক্ষামূলক, সেবামূলক কাজসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। বন্ধুদের মধ্যে অসংখ্য প্রতিভা বিদ্যমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আলীউজ্জামান নূর, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু ফারাহ্ উলফাৎ, মাসরুফা খাতুন, সিফা বিনতে হাবিব, ফাবিহা ফারজানা, আল মাহমুদ, নাফিউল ইসলাম, মঈন আলী, সাকিব হাসান, জোবায়ের আলী, সোহান আলী, সাকিল হোসেন, অলিদ আলী, রাকিবুল হাসান, সৈয়দ নুরুল আমিরুল মোমেনীনসহ অন্য বন্ধুরা।

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা