গ্লোবাল চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড পেলেন বন্ধু মেহেদী হাসান

রাজধানীর একটি তিন তারকা হোটেলে পুরস্কার গ্রহণের পর অতিথিদের সঙ্গে মেহেদী হাসান
ছবি: সংগৃহীত

ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ দিয়ে তরুণ প্রজন্মকে জনশক্তিতে রূপান্তর করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মাদারীপুর বন্ধুসভার তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মেহেদী হাসান পেয়েছেন গ্লোবাল চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড-২০২৩। ২৪ জানুয়ারি রাজধানীর শাহীনবাগের একটি তিন তারকা হোটেলে কসোভো দূতাবাসের রাষ্ট্রদূত এইচ ই. গুনার উরেয়ারের হাত থেকে তিনি এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

এ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আরও ছয় বিদেশী তরুণকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

গত তিন বছর ধরে ভারতভিত্তিক সংগঠন ‘গ্লোবাল চেঞ্জমেকার্স’ তরুণদের ভালো কাজে উৎসাহ দিতে সম্মানজনক এই অ্যাওয়ার্ড দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে এই প্রথমবারের মতো সংগঠনটি এই অ্যাওয়ার্ডের অনুষ্ঠান আয়োজন করে। এর আগে নেপাল ও ভারতে এই ধরনের অনুষ্ঠান হয়েছে।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, ব্রুনাইয়ের রাষ্ট্রদূত এইচ ই. হারিস বিন অথমা, নেপালের রাষ্ট্রদূত এইচ ই. ললিতা সিলিওল, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রমুখ।

মেহেদী হাসান মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকার আবদুল কাদের সরদারের ছেলে। তিনি ২০১৮ সাল থেকে বন্ধুসভার সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে টপরেটেট ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। বাংলাদেশ সরকারের লার্নিং অ্যান্ড অর্নিং প্রোজেক্টের প্রশিক্ষক হিসেবে ইতোমধ্যে প্রায় চার হাজার ব্যক্তিকে অনলাইনে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন মেহেদী হাসান। এর আগেও তিনি রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড লাভ করেন।

মেহেদী হাসান বলেন, ‘এই সম্মান অনেক গর্বের। দেশের জন্য আগামী দিনে আরও অনেক স্বীকৃতি আনতে চাই। তরুণ সমাজে বেকারত্ব দূর করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে তাঁদের এগিয়ে নিতে আমাদের আরও অনেক কিছু করার রয়েছে।’