প্রথম আলো বন্ধুসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দভ্রমণ করেছে ঝালকাঠি বন্ধুসভা। পাশাপাশি কেক কাটা, শিশুদের বই উপহার দেওয়া, বন্ধুদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
১১ নভেম্বর বন্ধুরা ঝালকাঠির রাজাপুরের উত্তর পিংড়ী গ্রামের ধানসিঁড়ি নদীর পাড়ে কবি জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত এলাকায় যান। সেখানে জীবনানন্দ দাশের সংগ্রহশালা ও পাঠাগার পরিদর্শন করেন সবাই।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি মাহমুদুর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার, পরিবেশবাদী সংগঠন ঝালকাঠি ক্যাপ্টেন প্ল্যানেটের সভাপতি সামসুল হক, কবিতা চক্র ঝালকাঠির সম্পাদক আল আমীন বাকলা, স্কুলশিক্ষক হামিদা খানম, শিল্পী নাসিমা কামাল, বন্ধুসভার সভাপতি মুহিত খান, সাধারণ সম্পাদক বীথি শর্মা বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাহারিয়া পাপন, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, প্রচার সম্পাদক মো. রাফি, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবা খাতুন, ম্যাগাজিন সম্পাদক রিয়ানা হক, বইমেলা সম্পাদক লামিয়া ইসলাম, কার্যনির্বাহী সদস্য আজিজুল হক, জান্নাতুল ইয়াসমিন, বন্ধু মাহফুজ বিল্লাহ্, শাহরিয়া ইসলাম, কণা মিরাজ, রুবি আক্তার, তন্বি আক্তার, নুসরাত জাহান, মীম আক্তার, চাঁদনী জাহান, আমিনুল ইসলাম, মশিউর রহমান, শাকিল হাওলাদার, সিমান্ত হিয়া, মাজিয়া ইসলাম, কেয়া মণি, জহির ইসলামসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা