‘বেহাত বিপ্লব ১৯৭১’ বই নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার পাঠচক্র
বাংলাদেশের মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয় ১৯৭১ সালে। আহমদ ছফা বলেছেন, এ যুদ্ধের নায়ক অন্য কেউ নন— খোদ এ দেশের জনগণ। নয়তো ‘আপামর জনগণ’ কথাটার কোনো অর্থই হয় না। এই প্রস্তাবকেই ‘আহমদ ছফার প্রথম উপপাদ্য’ নাম দিয়েছেন সলিমুল্লাহ খান।
২৮ সেপ্টেম্বর সলিমুল্লাহ খান সম্পাদিত ‘বেহাত বিপ্লব ১৯৭১’ বই নিয়ে পাঠচক্রের আসর করে চট্টগ্রাম বন্ধুসভা। আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা মিনহাজ হোসাইন। তিনি লেখকের ভাষায় পুরো বইয়ের মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেন।
পাঠচক্রে অন্য বন্ধুরাও বইটি নিয়ে আলোচনা করেন। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুরাইয়া শান্তা।
বন্ধু, চট্টগ্রাম বন্ধুসভা