বেদেপল্লিতে শরীয়তপুর বন্ধুসভার শিক্ষা উপকরণ ও নাশতা বিতরণ
শরীয়তপুর জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মার শাখা নদী কীর্তিনাশার পাশে বেদেপল্লি। ৩০ অক্টোবর সেই পল্লির অর্ধশতাধিক শিশুশিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম এবং একবেলার নাশতা উপহার দিয়েছে শরীয়তপুর বন্ধুসভা।
প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে বন্ধুদের এ উদ্যোগ। এসব উপহার পেয়ে শিশুদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস। এক শিশু বলে, ‘আমরা এই খাতা-কলম দিয়া ভালো কইরা পড়াল্যাহা করমু।’
কর্মসূচিতে প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, শরীয়তপুর বন্ধুসভার সহসভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রুপমসহ অন্য বন্ধুরা উপস্থিত ছিলেন।
সহসভাপতি, শরীয়তপুর বন্ধুসভা