গানে গানে হারানো দিনে

হারানো দিনের গানের আয়োজনে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

হারানো দিনের গান যে কারও হৃদয় ছুঁয়ে যায়। সুরের ভেলায় স্বর্ণালি সেই দিনে ঘুরে আসতে কার না মন চায়! তাই এমন আয়োজন মানেই জমজমাট। ৬ জুন এমনই জমজমাট আয়োজন হয়ে গেল প্রথম আলোর চট্টগ্রাম অফিসে। ‘হারানো দিনের গান’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বন্ধুসভা।

বিকেল পাঁচটায় জয়শ্রী মজুমদার ও নানজিবা মুনজারিনের সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠান। পুরোনো দিনের গানের এই অনুষ্ঠানের সমন্বয়কারীও ছিলেন তাঁরা দুজন। গানে গানে হারানো দিনগুলো ফিরিয়ে নিয়ে আসেন বন্ধুরা। একে একে পরিবেশন করা হয় হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, চিত্রা সিং, রুনা লায়লা, কিশোর কুমার, শচীন দেববর্মনসহ কিংবদন্তি শিল্পীদের গান।

ছবির ফ্রেমে এক ঝলক
ছবি: বন্ধুসভা

বন্ধু নুশরান চৌধুরীর কণ্ঠে ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ শিরোনামের গানটি ছিল অনুষ্ঠানের প্রথম পরিবেশনা। এরপর একে একে গান পরিবেশন করেন বন্ধু অংকিতা আচার্য্য, চৌধুরী সিয়াম ইলাহী, শারমিন ইসলাম, জয় চক্রবর্তী, জয়শ্রী মজুমদার, নানজিবা মুনজারিন, অর্পিতা দেবী দোলা ও তিথি তালুকদার। অনুষ্ঠান নিয়ে অনুভূতি প্রকাশ করেন স্নিগ্ধা আচার্য্য, ইকবাল জিশান, ইব্রাহিম সরকার, মনিকা মজুমদার ও তোহা। আয়োজন শেষ হয় হারানো দিনের পাঁচমিশালি গানের দলীয় পরিবেশনার মাধ্যমে।