নিম্নবিত্তদের জীবন সংগ্রামের প্রতিফলন ‘কাঙালসংঘ’

‘কাঙালসংঘ’ বই নিয়ে পাঠের আসর
ছবি: বন্ধুসভা

প্লেটো নগরের ঝকঝকে আধুনিকতা নেই, আবার গ্রামের কোমলতাও নেই, শহরের পাশে খোসপাঁচড়ার মতো গড়ে উঠেছে একটা বস্তি। এখানে ঘুম ভাঙে কলহে, ঘুম আসে কান্নায়। ভাঙাচোরা ঘরগুলো যত কাছাকাছি আছে মানুষগুলো থাকে ততই দূরে। স্বার্থপরতা তাদের টিকে থাকার মন্ত্র, নিঃস্বার্থ হওয়ার মতো সামর্থ্যও তাদের নেই। টিকে থাকাটাই এখানে সাফল্য। তবু কিছু মানুষ দারিদ্র্য আর বঞ্চনার এই কারাগার থেকে মুক্তির স্বপ্ন দেখে। নিয়তির বিরুদ্ধে বিদ্রোহ করে এবং অহরহ পরাজিত হয়।

দারিদ্র্য আর বঞ্চনার এই কারাগার থেকে মুক্তির স্বপ্ন দেখে মনা, বকুল, জলিল, গুরুজি এবং তাদের মতো আরও অনেকেই। কারণ, এই কারাগার থেকে মুক্তি পেলেই তাঁরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। কিন্তু উচ্চবিত্ত শ্রেণির মানসিক আঘাত ও শারীরিক আঘাত সহ্য করে কিংবা প্রতিরোধ করে তাঁরা কি লক্ষ্যে পৌঁছাতে পারবে?

এই প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে লেখক ওবায়েদ হক রচিত ‘কাঙালসংঘ’ উপন্যাসটি। গত ২৮ জানুয়ারি বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে বইটি নিয়ে পাঠচক্র করেছে জামালপুর বন্ধুসভা। সভাপতি সিফাত আব্দুল্লাহ্‌র শুভেচ্ছা বক্তব্যের পর শুরুতেই উপন্যাসের কিছু অংশ পড়ে শোনান ম্যাগাজিন সম্পাদক অনামিকা সরকার ও বন্ধু সানজিদা আক্তার।

বইমেলা সম্পাদক রুবেল হাসান পুরো বইটি নিয়ে তাঁর লেখা রিভিউ উপস্থিত বন্ধুদের পড়ে শোনান। তিনি বলেন, শহরের আকার যত ছোটই হোক না কেন, তা মূলত দুই ভাগে বিভক্ত—অতিধনী আর অতিগরিব। এই দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলবেই।

এত সহজ সাবলীল শব্দ ব্যবহার করেও যে চমৎকার সব উপমা বাংলা সাহিত্যে ব্যবহার করা যায়, তার উৎকৃষ্ট উদাহরণ ওবায়েদ হক। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রায় সব সাহিত্যিক যখন মধ্যবিত্তদের সুখ-দুঃখ, প্রেম-ভালোবাসা, সাংসারিক টানাপোড়েন নিয়ে সাহিত্য রচনা করেছেন, সেখানে যে অল্প কয়েকজন সাহিত্যিক নিম্নবিত্তদের নিয়ে সাহিত্য রচনা করেছেন, তার মধ্যে ওবায়েদ হক অন্যতম। এই স্বতন্ত্র বৈশিষ্ট্য তাঁকে অন্য সবার থেকে আলাদা করেছে।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া জাকি, অর্থ সম্পাদক অন্তরা চৌধুরী, দপ্তর সম্পাদক সানি সিরাজ, প্রচার সম্পাদক মোহাম্মদ হিজবুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক সাদিকুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আশা সরকার প্রমুখ।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক, জামালপুর বন্ধুসভা